চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পাবে ওপার বাংলার অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’।বছর দুয়েক আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এই সিনেমার। এমনকী, ছবির ফার্স্ট লুকও এসেছিল প্রকাশ্যে। আর তারপরই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’ শুরু হয়েছে। এই কার্নিভালে দেব তার পুরো টিম নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন। এবার দেব তার রঘু ডাকাতের পুরো টিমকে নিয়ে ঘিস নদীতে মাছ ধরলেন। নিজের হাতে জাল ফেললেন। এই মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
ছবি শেয়ার করে দেব ক্যাপশনে লিখেছেন, ‘খোকা এলো মাছ ধরতে ঘিস নদীর তীরে।’
ছবিতে কালো টি-শার্ট ও জিন্সে দেখা মেলে দেবের। তাছাড়াও মেরুন রঙের শাড়িতে ধরা দেন সোহিনী। অন্যদিকে ইধিকা ধরা দেন নায়কের সঙ্গে রংমিলান্তিতে। তিনিও কালো টপ ও সাদার উপর কালো বডার দেওয়া লং স্কার্টে ধরা দেন। সঙ্গে ছিলেন ওমও।
প্রসঙ্গত, দেব 'খোকাবাবু' থেকে 'খোকা ৪২০'-সহ একাধিক ছবি তার ঝুলিতে। তাছাড়াও তার গান ‘খোকাবাবু যায় লাল জুতো পা-এ…’, গানটি দারুণ জনপ্রিয়। তাই ছবিটি পোস্ট করে নায়ক সেই সূত্র টেনেই ক্যাপশনে লেখেন, ‘খোকা এলো মাছ ধরতে ঘিস নদীর তীরে।’
এসএস/এসএন