স্কটিশ ব্যান্ড বিপি ক্লাইরো নতুন গান ট্রু বিলিভার প্রকাশ করেছে। আসন্ন অ্যালবাম ফিউটিক এর অংশ হিসেবে প্রকাশিত এ সিঙ্গেলটি আত্মবিশ্বাস এবং জীবনের সিদ্ধান্তে বিশ্বাস রাখার বার্তা দেয়। আগামী ১৯ সেপ্টেম্বর প্রকাশ পাচ্ছে ব্যান্ডটির দশম স্টুডিও অ্যালবাম, যা ২০২১ সালের দ্য মিথ অব দ্য হ্যাপিলি এভার আফটার এর পর নতুন সংযোজন।
প্রধান ভোকাল সাইমন নিল গানটির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘‘এটি কোনো ধর্মীয় বিশ্বাস নয়, বরং জীবনের বড় সিদ্ধান্তগুলোতে নিজেকে বিশ্বাস করার কথা বলে। আমরা যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই, তখন আসলে বেশ ভেবেচিন্তেই তা করি। পরে হয়তো প্রশ্ন করি কেন করেছিলাম, কিন্তু তখনই সঠিকভাবে জানতাম কী করছি।’’
ভালোবাসাকেই জীবনের একমাত্র শর্তহীন বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেছেন তিনি। নিলের ভাষায়, ‘‘ভালোবাসাই আমাদের সম্পর্ক ও সংগীতকে চালিত করে।’’
ফিউটিক অ্যালবামের মূল ধারণা হলো সময়জুড়ে টিকে থাকা সম্পর্ক, বস্তু কিংবা ধারণা। সাইমন মনে করেন, জীবনে আমরা কখনোই বুঝতে পারি না কোন কাজটি শেষবারের মতো করছি, আর সেখানেই লুকিয়ে থাকে সৌন্দর্য ও বিষাদ।
নতুন গানটির সঙ্গে প্রকাশিত হয়েছে একটি ভিজ্যুয়ালাইজার ভিডিও, যেখানে রেকর্ডিং সেশনের দৃশ্য, গ্রীষ্মকালের লাইভ পারফরম্যান্স এবং পর্দার আড়ালের মুহূর্তগুলো স্থান পেয়েছে।
গত গ্রীষ্মে ব্যান্ডটি অংশ নিয়েছে একাধিক বড় উৎসবে, যার মধ্যে ছিল গ্লাসগোর টিআরএনএসএমটি, গ্লাস্টনবারির পিরামিড স্টেজ ও এডেন সেশনের দুটি অনুষ্ঠান। সামনে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডজুড়ে অ্যারেনা ট্যুর করবে তারা, যার মধ্যে লন্ডনের ওটু এরিনাতেও পারফর্ম করবে। এছাড়া অক্টোবর মাসে অ্যালবাম উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয়েছে কয়েকটি এক্সক্লুসিভ অ্যাকুস্টিক শো।
এর আগে অ্যালবামের অংশ হিসেবে এ লিটল লাভ এবং হান্টিং সিজন শিরোনামের দুটি গান প্রকাশ করেছিল ব্যান্ডটি।
এমকে/এসএন