কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘রাজনীতিতে যা করা দরকার আমরা তা করব। আমাদের প্রধান কাজ দেশের স্মৃতি সুস্মৃতি ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা।’
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) নিজ বাসভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশের আয়োজন করে।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে, সেই স্বৈরাচারী এখন চলবে না। মানুষের যাতে নিরাপত্তা ও সম্মান থাকে এইটার জন্য। আমার বাসায় আক্রমণ করেছে, যদি এটি সম্ভব হয়, তাহলে এদেশের সকলের বাসা আক্রমণ করা সম্ভব। কারও নিরাপত্তা নেই। এইটা যদি পাকিস্তান হয়ে যেতো, আমি পাকিস্তান ভেঙেছিলাম তার জন্য আইনানুযায়ী আমার ফাঁসি হয়ে যেতো। আমার এতে কোনো আপত্তি ছিলো না, এখনো নেই। সেজন্য বলছি দেশে আইনশৃঙ্খলা নেই।’
তিনি বলেন ‘আমি সরকারকে বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন। শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো কেউ কেউ বুজতে চাচ্ছেন না।’
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায় সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং জেলা ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ/এসএন