দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীদের স্বপ্ন সত্যি হতে চলেছে কমল হাসান এবং রজনীকান্ত একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। বহুদিনের জল্পনার পর সম্প্রতি অনুষ্ঠিত SIIMA ইভেন্টে কামাল হাসান নিজেই এই সহযোগিতা নিশ্চিত করেছেন এবং বলেন, ‘‘আমরা একসঙ্গে আসছি।’’
ফিল্মটির পরিচালনা করবেন লোকেশ কনারাজ, যিনি ভিক্রম এবং আসন্ন কুলি সিনেমার জন্য পরিচিত। ইতিমধ্যেই উভয় লেজেন্ডের সঙ্গে আলাদাভাবে কাজ করেছেন লোকেশ, এবার তিনি তাদের একত্রিত করছেন যা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় প্রজেক্টের রূপ নিতে পারে।
বর্তমানে রজনীকান্তের কাজ চলছে জেলারের ২ সিনেমায়, আর কমল হাসান এখনও তার পরবর্তী প্রজেক্ট চূড়ান্ত করেননি। প্রি-প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে, বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।
ফ্যানরা ইতিমধ্যেই উচ্ছ্বাসিত, কারণ এই সিনেমা একবারের মতো দর্শকদের সামনে তারকা শক্তি, নস্টালজিয়া এবং লোকেশ কনারাজের স্বতন্ত্র গল্প বলার দক্ষতার মেলবন্ধন উপস্থাপন করবে।
এমকে/এসএন