প্রযোজক বনি কাপুর সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র জগতে নতুন দিগন্ত খুলছেন। তিনি প্রকাশ করেছেন, তাঁর হাতে বর্তমানে ছয়টি নতুন সিনেমার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুইটি তামিল এবং চারটি হিন্দি সিনেমা। হিন্দি প্রজেক্টের মধ্যে রয়েছে নো এন্ট্রি মেইন এন্ট্রি, যেখানে অভিনয় করবেন তার কন্যা খুশি কাপুর; এছাড়াও একটি সিনেমায় থাকবেন জানভি কাপুর এবং একটি সম্ভাব্য প্রজেক্টে অভিনয় করতে পারেন শ্রদ্ধা কাপুর।
কাপুরের দীর্ঘদিনের কৌশল হলো জনপ্রিয় সিনেমার রিমেক অধিকার অর্জন করা। তিনি জানান, তাঁর ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০-৩৫ কোটি টাকা রিমেক অধিকার অর্জনে ব্যয় হয়েছে। সবচেয়ে ব্যয়বহুল রিমেক অধিকার ছিল তামিল হিট কোমালি (২০১৯)-এর, যার জন্য তিনি ৩.৫ কোটি টাকা দিয়েছিলেন। যদিও হিন্দি রিমেকটি এখনও নির্মিত হয়নি, তিনি হিন্দি অধিকার প্রদান করেছেন পরিচালক লভ রঞ্জনের কাছে, অন্য ভাষার অধিকার নিজের কাছে রেখেছেন।
ভবিষ্যতে তিনি আঞ্চলিক সিনেমাতেও পা বাড়ানোর পরিকল্পনা করছেন, বিশেষ করে পাঞ্জাবি, কন্নড় এবং ভূজপুরি ভাষার সিনেমায়। তার নায়কেন্দ্রিক এবং প্যান-ইন্ডিয়ান পরিকল্পনার মিশ্রণ দিয়ে বনি কাপুর চলচ্চিত্র জগতে নিজেকে নিয়মিত নতুনভাবে পরিচিত করার চেষ্টা করছেন।
এমকে/এসএন