আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু পরাধীনতায় গত ৫৩ বছর দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট স্কুল মাঠে ইসলামী আন্দোলন হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উদ্যোগে ‘গণ সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আল্লাহ বলেছেন যে জাতির ভাগ্যের পরিবর্তন ওই জাতি নিজেরা না করে, সে জাতীর পরিবর্তন আমি করি না। আওয়ামী লীগের নীতি-আদর্শের শাসন আমরা দেখেছি, বিএনপির নীতি-আদর্শের শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টির নীতি-আদর্শের শাসনও আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি-আদর্শের শাসন আমরা দেখিনি।
তিনি বলেন, ‘২০২৪ সালে দেশে গণ-অভ্যুত্থান হলো। যারা ইসলামী নীতি-আদর্শ লালন করে তারাই তখন মাঠে নেমেছিল। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় আমরা পাহারাদারের ভূমিকা পালন করেছি। যখন ট্রাফিক ছিল না তখন আমরা ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করেছি।
কিন্তু তখন আমরা দেখেছি এক শ্রেণির স্বার্থান্বেষী মহল, ক্ষমতা প্রেমিকরা তখন ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজির জন্য, লুটতরাজের জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য।’