২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না, এ প্রশ্নের উত্তর এখনও অজানা। মেসি নিজেও অবশ্য এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। এ ব্যাপারে অবশ্য তার সঙ্গে দলটির কোচ লিওনেল স্ক্যালোনিরও কোনো কথা হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচে অবশ্য মেসি খেলবেন না। আগেই জানানো হয়েছে, ইকুয়েডরের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেওয়া হবে।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ঘরের মাঠে আকাশি-সাদা জার্সিতে সেটিই ছিল মেসির শেষ ম্যাচ। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি।
ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শুরুর আগে তিন ছেলেকে একসঙ্গে নিয়ে ছবি তোলেন তিনি। শেষ বাঁশি বাজার পর সতীর্থরা আলিঙ্গন করেন তাকে।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক মেসি। তবে আগামী বিশ্বকাপে খেলার প্রসঙ্গে মেসি বলেছিলেন, এখনও কোনো সিদ্ধান্ত তিনি নেননি। একুয়েডর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কোচ স্কালোনি বললেন, মেসির যে কোনো সিদ্ধান্তই হবে সঠিক।
লিওনেল স্ক্যালোনি বলেন, ‘লিওর সঙ্গে আমি বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। জানি সে কী বলেছে এবং সে সিদ্ধান্তটি শান্ত মনে নেবে। সে যা সিদ্ধান্ত নেবে, তাই সঠিক।’
আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘আমরা অনেক দূরে আছি এবং অনেক কিছু ঘটতে পারে। আমাদের একটি ভিত্তি আছে, এমন খেলোয়াড় আছে যারা সবসময় একই রকম থাকে এবং সেখান থেকে খুব বেশি কিছু বের হবে না।’
এসএস/এসএন