চার দশকেরও বেশি সময় ধরে ইউরোপ, জাপান ও আমেরিকার মঞ্চ মাতিয়ে রাখা ব্রিটিশ ব্যান্ড ‘ম্যাট বিয়ানকো’ এবার প্রথমবারের মতো পা রাখল ভারতে। আগামী ৭ সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বহু প্রতীক্ষিত কনসার্ট। এ উপলক্ষে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মার্ক রেইলি জানালেন, ভারতীয় সুরের প্রতি তাঁর ভালোবাসা এবং দীর্ঘ সংগীতযাত্রার নানা অভিজ্ঞতা।
১৯৮৩ সালে গঠিত হওয়া ব্যান্ডটি প্রথম অ্যালবাম হুজ সাইড আর ইউ অন দিয়েই আন্তর্জাতিক মঞ্চে দারুণ সাড়া তোলে। গেট আউট অব ইয়োর লেজি বেড ও হাফ এ মিনিট–এর মতো গান তাদের পরিচিতি ছড়িয়ে দেয় সারা ইউরোপে। এর পর ইয়েহ ইয়েহ, ডোন্ট ব্লেম ইট অন দ্যাট গার্ল কিংবা ওয়াপ-বাম-বুগি-সবগুলোই সংগীতপ্রেমীদের কাছে রয়ে গেছে চিরকালীন।
মার্ক রেইলি জানান, ব্যান্ডটির বৈশিষ্ট্য হলো জ্যাজ, লাতিন ও পপ–এর মিশেল। তাঁরা কখনোই চলতি ধারা বা ক্ষণস্থায়ী ট্রেন্ডের পেছনে ছোটেননি, বরং সুর ও সঙ্গীতে স্থায়িত্ব আনার চেষ্টা করেছেন সবসময়।
ভারতে এবারই প্রথমবারের মতো মঞ্চে উঠতে যাচ্ছেন তারা। রেইলি বলেন, ‘এটি আমাদের জন্য ভীষণ রোমাঞ্চকর। ভারতীয় শ্রোতাদের সামনে গাইতে পারা আলাদা এক অনুভূতি।’ ভারতীয় সংগীতের প্রতি তাঁর টানও প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী-‘ভারতীয় সুরের ভাবনা আমাকে সবসময় আকর্ষণ করেছে। ফ্লামেনকো সংগীতের সাথেও আমাদের কাজ হয়েছে, যেটি আবার ভারতীয় যাযাবর সংস্কৃতির গভীর শিকড়ের সাথে যুক্ত।’
বিগত বছরগুলোতে ব্যান্ডটির সদস্য পরিবর্তন হলেও সঙ্গীতের ধারাবাহিকতা নষ্ট হয়নি। বরং সময়ের সাথে সাথে তারা নতুন আঙ্গিকে ফিরে এসেছে। গ্র্যাভিটি (২০১৭) কিংবা দ্য এসেনশিয়াল ম্যাট বিয়ানকো: রি-ইমাজিনড, রি-লাভড (২০২২) তারই প্রমাণ।
মুম্বাই কনসার্টের মাধ্যমে ভারতীয় শ্রোতারা প্রথমবারের মতো সরাসরি উপভোগ করতে যাচ্ছেন ‘ম্যাট বিয়ানকো’র জ্যাজ-লাতিন মিশ্রিত সুরের মায়া। রেইলির প্রত্যাশা-ভারতের মানুষ এ সঙ্গীতকে যেমন ভালোবাসবে, তারাও ঠিক তেমনই আনন্দ নিয়ে বাজাবেন।
টিকে/