ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির ঘটনা দৃশ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ কথা বলেন।
মেঘমল্লার বসু বলেন, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম ও কারচুপির ঘটনা সবার দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে অমর একুশে হলে আগে থেকেই ব্যালট পূরণ করে বাক্সে ভর্তি করা হয়েছে।
রোকেয়া হলে আগে থেকেই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী ফরহাদের নাম বসিয়ে দেওয়া ব্যালট শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শহীদুল্লাহ হলে শিবিরের পূরণ করে রাখা তালিকা ভোটকেন্দ্রে আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। এর বাইরেও ভুয়া ভোটারের কয়েকটা ঘটনা আমরা দেখেছি। এই নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির ঘটনা দৃশ্যমান।
শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে মেঘমল্লার বসু বলেন, ‘ভোট গণনাকে কেন্দ্র করে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা দেখতি পেয়েছি একাধিক কেন্দ্রে সাদিক কায়েম ও শিবিরের অন্য নেতারা উপস্থিতি হয়েছেন। একাধিক জায়গায় এলইডি স্ক্রিন নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে। এখন দেখা যাচ্ছে ভোট গণনাকে কেন্দ্র করে নানা রকম মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।
ভোট গণনার সময় যে নিয়ম-কানুন মানার কথা তা মানা হচ্ছে না বলে তথ্য পাচ্ছি।’
ভোট গণনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে শিক্ষার্থী সমাজ মেনে নেবে না বলে জানান তিনি।
এসএন