দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ এবং ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, এবং বাম সমর্থিত প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। অন্যদিকে, ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এসএন