দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ইমার্জিং দল গত এপ্রিলে ওয়ানডে সিরিজ খেলেছিল। যেখানে তিন ম্যাচের দুটিতে জয়লাভ করে সিরিজ নিজেদের দখলে নিয়েছিল হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ওই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জেতাতে বড় অবদান রাখেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ। যদিও তার সিরিজটি পুরো খেলা হয়নি।
ম্যাচ জেতানোর পরই দুঃসংবাদ শুনতে হয় তোফায়েলকে। চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলতে পারেননি। এরপর ইনজুরি কাটিয়ে যোগ দিয়েছিলেন এইচপির অনুশীলন ক্যাম্পে। নিজেকে আগের রূপে ফিরিয়ে আনতে তিনি কঠোরও অনুশীলন করেন।
গত মাসেই অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের হয়ে খেলতে গিয়েছিলেন তোফায়েলও। তবে খুব একটা ভালো করতে পারেননি সেখানে, যদিও যথেষ্ট সুযোগই পাননি সিলেটের এই অলরাউন্ডার।
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠ মাতানোর কথা থাকলেও সেটি হচ্ছে না তোফায়েলের। কেননা এই মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন তিনি। এবারের আসরেও এই পেস বোলিং অলরাউন্ডার সিলেটের হয়ে খেলবেন। সবমিলিয়ে ১৪ দিনের মতো বিশ্রামে থাকবেন তোফায়েল, ধারণা করা হচ্ছে সিলেট পর্ব থেকেই মাঠে ফিরতে পারবেন তিনি।
এমকে/এসএন