বলিউডের ইতিহাসে গৌরবময় একটি মুহূর্ত এসেছে। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘এক থা টাইগার’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়াম-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিশেষ এই মিউজিয়ামে কিউফিল্মের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সিনেমার সঙ্গে ভারতের একমাত্র ছবির জায়গা পেয়েছে ‘এক থা টাইগার’।
ইতিহাসিক এই নির্বাচনকে ঘিরে পরিচালক কবীর খান জানালেন, ভক্তদের মাধ্যমে খবরটি শুনে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, “আমি খুবই অবাক হয়েছিলাম এবং আনন্দিত ছিলাম সালমান ও ক্যাটরিনার মুখ সেই দেয়ালে দেখে। কিছু সিনেমা সময়ের সঙ্গে নিজের আলাদা পরিচয় তৈরি করে নেয়, আর ‘এক থা টাইগার’ তার অন্যতম।”
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি কাঁচা, বাস্তবধর্মী অ্যাকশন এবং চমকপ্রদ কাহিনীর জন্য সমালোচক ও দর্শকদের কাছে প্রশংসিত। এটি শুধু বলিউডে নয়, আন্তর্জাতিক স্পাই সিনেমার মহলে YRF-এর স্পাইভার্সের সূচনা হিসেবে নিজের স্থান শক্ত করেছে।
এই ঘটনায় বলিউড শিল্পীদের মধ্যে গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক স্তরে ভারতের সিনেমার এমন স্বীকৃতি শুধুমাত্র ছবিটির জনপ্রিয়তাকেই নয়, পুরো বলিউডকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
এমকে/এসএন