পাঞ্জাবি মিউজিক সেনসেশন করণ আউজলা এবার বাজিমাত করলেন আন্তর্জাতিক মঞ্চে। সদ্য মুক্তি পাওয়া তার অ্যালবাম পি-পপ কালচার এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই হাজির হয়েছেন আমেরিকার জনপ্রিয় শো দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন-এ।
শোয়ের নির্মাতারা বুধবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক মজার ভিডিও। সেখানে দেখা যায়, করণ আউজলা নিজ হাতে জিমি ফ্যালনকে শিখিয়ে দিচ্ছেন ভাংরা নাচের স্টেপ। ভিডিওর শুরুতেই জিমি ফ্যালন উষ্ণ আলিঙ্গনে বরণ করেন করণকে। কালো কুর্তা-পায়জামা ও মানানসই স্লিভলেস জ্যাকেটে পুরোপুরি দেশীয় লুকে হাজির হয়েছিলেন গায়ক। এরপরই দর্শকদের উচ্ছ্বাসের মাঝে তিনি বলেন, “আজকে আমি আপনাকে ভাংরা শেখাবো।”
ফ্যালনও হাসিমুখে অনুসরণ করেন করণের স্টেপ। মুহূর্তেই করণ-জিমির ভাংরা নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা একে বর্ণনা করেছেন “গ্লোবাল পাঞ্জাবি প্রাইড” হিসেবে।
এসএন