বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমেই হাতেখড়ি চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজানের। উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছিলেন। ফিরে এসেই প্রথম হিন্দি কাজের পরিচালকের আসনে তিনি। একটি হিন্দি সিরিজ় দিয়েই তাঁর বলিউড যাত্রা শুরু। ‘কুরক্ষেত্র’ নামে একটি সিরিজ় তৈরির ভার তাঁর কাঁধে। মহাভারতের কাহিনি নিয়ে এই সিরিজ়ের প্রস্তুতি পর্বের অভিজ্ঞতা কেমন ছিল, আনন্দবাজার ডট কমকে জানালেন উজান।
আগামী ১০ অক্টোবর একটি বড় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ়। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে উজান। তার সঙ্গে গীতিকার গুলজ়ার। টাইটেল কার্ডে এমন খ্যাতনামী শিল্পীর সঙ্গে ছেলের নাম দেখে বাবা হিসেবে তিনি যে গর্বিত, সেই কথা জানিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। যদিও এই কাজটির প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় তিন বছর আগে। তখন বিদেশে উজানের পড়াশোনার পর্ব প্রায় শেষের দিকে। তখনই ওই ওটিটি সংস্থাটি তাঁর সঙ্গে যোগাযোগ করে।
উজান জানান, প্রস্তাবটা পাওয়ার পর থেকে প্রায়ই রাত জেগে চিত্রনাট্য নিয়ে ভাবতেন। ঘণ্টার পর ঘণ্টা শুধুই খসড়া তৈরি করেছেন। উজানের কথায়, ‘‘অ্যানিমেশনের প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই। সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আমি ‘মহাভারত’ পড়ে নিজের একটা ধারণা তৈরি করে তার পর কাজটা করেছি।’’ যদিও একা উজানের কাঁধেই যে সব দায়িত্ব তেমন নয়। তিনি জানান, একটি বড় রিসার্চ টিম ও লিগাল টিম সকলেই রয়েছে।
তবে ওই রকম একটা সময়কে তুলে ধরা যে খুব সোজা নয়, তা মানছেন উজান। তাঁর কথায়, ‘‘সাহিত্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে একটা গল্পে কত স্তর। কত ধরনের চরিত্র। এটা একটা মাস্টারপিস। একটা শ্লোক যেন মানুষের জীবনের এক একটা দর্শন। যদিও ছোটবেলায় টিভিতে সে ভাবে মহাভারত দেখিনি। তবে তুতোভাইদের দেখতাম কেউ ভীম, কেউ অর্জুন সেজে খেলছে। তাই লেখার সময় সেই স্মৃতি মাথায় এসেছে।’’
এবি/টিএ