বোলিং প্রান্তে এলেন, বল হাতে নিলেন এরপর পিচে ছাড়লেন—তাতেই ছত্রখান সংযুক্ত আরব আমিরাত। নিজের দ্বিতীয় ওভারে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের শুধু ব্যাটিং অর্ডারই ধসিয়ে দেননি কুলদীপ যাদব, এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের তালিকায় আরব আমিরাতকে দুই নম্বরে জায়গা পেতেও বাধ্য করেছেন তিনি।
অথচ, কুলদীপের স্পিন-বিষে নীল হওয়ার আগে আমিরাতের ইনিংসটা খারাপ ছিল না। ৮ ওভার শেষে ৪৭ রান তুলেছিল।
কিন্তু নবমতম ওভারের প্রথম চতুর্থ ও ষষ্ঠ বলে তিন উইকেট নিয়ে স্বাগতিকদের ধ্বংসস্তূপে দাঁড় করালেন চায়নাম্যান স্পিনার। প্রতিপক্ষের ইনিংসের শেষটাও তিনিই করেছেন। দ্বিতীয় স্পেল করতে এসে ১৪তম ওভারের প্রথম বলেই হায়দার আলিকে আউট করেন। তাতে ৫৭ রানে অলআউট হয় আমিরাত।
এতে আগের রেকর্ডকে ছাড়িয়ে নতুন করে বিব্রতকর রেকর্ড গড়ল আরব আমিরাত। এশিয়া কাপের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেছে তারা। আগেরটিও তাদেরই ছিল। ২০১৬ এশিয়া কাপে মিরপুরে ভারতের বিপক্ষেই।
সেদিন নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৮১ রান করেছিল তারা। আর সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি হংকংয়ের। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় ৩৮ রানে অলআউট হয়।
কুলদীপের সঙ্গে আজ দুবাইয়ে পরে উইকেট উদযাপনে মাতেন শিবম দুবে। এই অলরাউন্ডার নেন দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট।রান খরচ করেন মাত্র ৩। তাতে শেষ ৮ উইকেট মাত্র ১০ রানে হারায় আমিরাত। রান যা করার দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম করেন। অধিনায়ক ওয়াসিমের ১৯ রানের বিপরীতে সর্বোচ্চ ২২ রান করেছেন শারাফু। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ৪ উইকেটে ৭ রান খরচ করেছেন কুলদীপ।