সাত বছর বয়সেই অস্ট্রেলিয়ার অধিনায়ক!

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অসি স্কোয়াডের ১৫ তম সদস্য করার পাশাপাশি অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্বও দেয়া হয়েছে সাত বছর বয়সী আর্চি সেলারকে। বক্সিং ডে টেস্টে অসি অধিনায়ক টিম পেইনের সঙ্গে যুগ্মভাবে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবে আর্চি।

বুধবার মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ১৫ সদস্যের দলে সাত বছর বয়সী আর্চি সেলারকে শুধু রাখাই হয়নি, তাকে কো-অধিনায়ক হিসেবেও ঘোষণা করেছেন অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার। শুধু তাই নয়, বোলিংয়ের সুযোগ পেলে বিরাট কোহলির উইকেট পর্যন্ত নিতে চায় ৭ বছরের এই বালক।

আর্চি সেলার ৬ পেরিয়ে মাত্রই সাতে পা দিয়েছে। এরই মধ্যে ১২টি অস্ত্রোপচার হয়ে গেছে আর্চি সেলারের হৃদপিন্ডে। যার মধ্যে ওপেন হার্ট সার্জারিরমত ৬টি বড় ধরনের অস্ত্রোপচার। আর্চি সেলার ৬ বছর বয়সেই হাসপাতালের বিছানায় শুয়ে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখতে থাকে।

এতটা শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও আর্চি স্বপ্নের এভারেস্টে আরোহন করে বসে আছে! অস্ট্রেলিয়ার ‘মেক অ্যা উইশ’ ফাউন্ডেশনকে সাত বছরের আর্চি জানিয়েছিল, সে অস্ট্রেলিয়ার জাতীয় দলকে নেতৃত্ব দিতে চায়। ক্ষুদে লেগ স্পিনার আর্চি আরও জানিয়েছিল, সে বিরাট কোহলিকে আউট করতে চায় এবং কোহলির উইকেট তুলে নেবে- এ বিষয়ে সে নিশ্চিত।

সেই ফাউন্ডেশনের সৌজন্যেই আর্চির এই স্বপ্নপূরণ খবরটা চলে গেছে অস্ট্রেলিয়া শিবিরে। কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট উদ্যোগ নিয়েছে খুদে এই ক্রিকেটারের স্বপ্ন পূরণ করার। সে লক্ষ্যেই অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে দলে নেয়া হয়েছে আর্চি সেলারকে।

অস্ট্রেলিয়া দলের সাথে ফটো সেশনেও অংশ নেয় আর্চি সেলার। ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও ছবি তুলতে দেখা গেছে ছোট্ট ক্রিকেটারকে।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: