জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী রোববার থেকে। সেই টুর্নামেন্টের জন্য আজ (বৃহস্পতিবার) স্কোয়াড ঘোষণা করেছে ঢাকা বিভাগের দুই দল। ঢাকা বিভাগ এবং ঢাকা মেট্রো দুই দলই অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গড়েছে।
ঢাকার স্কোয়াডে আছেন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটার জিসান আলম, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি ও মোহাম্মদ রিপন মন্ডলরা। দলটির নেতৃত্বে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলটির জার্সি গায়ে জড়াবেন।
অন্যদিকে, ঢাকা মেট্রোর স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। সেই সঙ্গে আছেন তরুণ সম্ভাবনাময় ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। নাঈম শেখ নেতৃত্বাধীন দলটিতে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এশিয়া কাপ খেলতে যাওয়া তাসকিন আহমেদ আছেন স্ট্যান্ডবাই তালিকায়।
ঢাকা বিভাগের স্কোয়াড
রনি তালুকদার, জিসান আলম, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, রাইয়ান রাফসান রহমান, সুমন খান, রিপন মন্ডল, এনামুল হক, নাজমুল ইসলাম অপু, সালাউদ্দিন শাকিল।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : ফয়সাল আহমেদ রায়হান, আশিকুর রহমান শিবলি, মেহেদী হাসান সোহাগ, নিলয় মাহমুদ, তৌফিক আহমেদ ও সাইফ হাসান।
ঢাকা মেট্রোর স্কোয়াড
মোহাম্মদ নাঈম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, গাজী তাহজিবুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি, মারুফ মৃধা ও শহিদুল ইসলাম।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : আরাফাত সানি, আল-আমিন জুনিয়র, আইচ মোল্লাহ, সালাউদ্দিন সৌরভ, নুহায়েল সানদিদ ও তাসকিন আহমেদ।
এমকে/এসএন