রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন আপিলে বৈধতা পেয়েছেন। তবে দুইজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এদিন আরও কয়েকজন প্রার্থীর নামের বানান ও ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়েছে। তবে হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে জানানো হবে।
গত ৯ ও ১০ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন এবং হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯২৫ জন প্রার্থী।
এর মধ্যে রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা, ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা।
কেএন/টিএ