বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধে হাইকোর্টে রিট

পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। এই রিট আবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধেও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে রাজনীতি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে রুল চেয়েছেন এই আইনজীবী। একইসঙ্গে বুয়েটসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

রিটে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় উপাচার্য এবং শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আরজি জানানো হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে আজ দুপুরের পর রিটটির ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে কয়েকটি বিষয়ে রুল চাওয়ার পাশাপাশি ওই সব নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনকে বিবাদী করা হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ