একটা সময় অভিনয়ের নিয়মিত মুখ ছিলেন আফসানা মিমি। মাঝে অনেক দিন ছিলেন অনিয়মিত। ইদানীং ফের তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। সিনেমা-ওটিটিতে হাজির হচ্ছেন নিয়মিত।
কোরবানির ঈদে তানিম নূরের ব্যবসা সফল ছবি ‘উৎসব’-এ অভিনয় করেছেন মিমি। সে অধ্যায় পেরিয়ে এবার তিনি যুক্ত হলেন ভৌতিক গল্পে। রায়হান রাফীর ‘আন্ধার’-এ দেখা যাবে তাকে।
জানা গেছে, এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়ে গেছে।
তবে গোপনীয়তার স্বার্থে কিছুই প্রকাশ করছেন না সংশ্লিষ্টরা। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে দেখা যাবে বলে জানা গেছে।
যদিও অভিনয়শিল্পীদের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে ছবিতে চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার ও ফারজানা ছবির মতো গুণী অভিনয়শিল্পীদেরও দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
আকাঙ্ক্ষিত এ ছবির গল্প লিখেছেন দেশের দুই ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন ও সাকিব চৌধুরী।
কেএন/টিএ