দুই দিনের ব্যবধানে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ – জাকসু নির্বাচন। ডাকসুর ফলাফল সময়মতো প্রকাশিত হলেও ভোট গণনায় ধীরগতি দেখা যায় জাকসু’র। এতে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকের।
নির্বাচনের প্রায় ৪০ ঘণ্টা পর জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হলো আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)। এদিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।
নির্বাচনের ফলাফলে ধীরগতি ও স্বচ্ছতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। গণনার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সময়ক্ষেপণ নিয়ে ছাত্রদের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে তেমনি সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় থামছেই না।
এই বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
তিনি লেখেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’
তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই পোস্টটির নিচে মন্তব্য করে নিজেদের ক্ষোভ, হতাশা ও রসিকতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য জানান।
টিকে/