বান্দরবানে ইউপি নির্বাচনে বিজিবির গুলিতে নিহত ২

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য পদপ্রার্থীর বিবাদকে কেন্দ্র করে বিজিবির গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকালে ঘুমধুমের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মংকিচা তঞ্চঙ্গ্যা (৪৫) ও অংচামং তঞ্চঙ্গ্যা (৩৪)।

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুমে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে তিনজন এবং সদস্য পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে বিকাল সাড়ে ৩টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিজিবি গুলি ছুড়লে মংকিচা তঞ্চঙ্গ্যা ঘটনাস্থলে নিহত হন। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পর মারা যান অংচামং তঞ্চঙ্গ্যা। তবে এ ঘটনায় নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে ওসি জানান।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, কেন্দ্রের বাইরে কিছু ভোটার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে।

 

টাইমস/এমএস 

 

Share this news on: