পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন উন্মুক্ত হচ্ছে আজ

পদ্মা সেতুতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে শুরু হচ্ছে নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। লাইভ পাইলটিং আকারে এই আধুনিক ব্যবস্থা চালু করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ফলে চলন্ত গাড়িতেই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে, যা যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।

কর্তৃপক্ষ বলছে, এটি মূলত লাইভ পাইলটিং হলেও সবার জন্য উন্মুক্ত থাকবে। শরীয়তপুরের বাসিন্দা ব্যবসায়ী মো. হারুন মোল্লা বলেন, ‘আমরা প্রায়ই ঢাকায় যাতায়াত করি। আগে টোল দেয়ার সময় গাড়ি থামিয়ে দীর্ঘ লাইন ধরতে হতো। এতে অনেক সময় নষ্ট হতো। ইলেকট্রনিক টোল চালু হলে গাড়ি না থেমেই টোল দেয়া যাবে-এতে সময়ও বাঁচবে, ঝামেলাও কমবে।

মাদারীপুরের শিক্ষক শাহনাজ আক্তার বলেন, ‘টোল প্লাজায় ভিড়ের কারণে অনেক সময় দেরি করে গন্তব্যে পৌঁছাতে হতো। এখন গাড়ি চলন্ত অবস্থায় টোল কেটে নেয়া হবে জেনে খুব ভালো লাগছে। বিশেষ করে উৎসবের সময় যখন ভিড় বেড়ে যায়, তখন এই ব্যবস্থা যাত্রীদের জন্য অনেক বড় সুবিধা হবে।’

যানজট ও ভোগান্তি কমবে

পদ্মা সেতুর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে টোলপ্লাজায় প্রায়ই দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ঈদযাত্রা ছাড়াও নিয়মিত সময়ে টোল দেয়ার জন্য গাড়ির জট তৈরি হয়, এতে সময় নষ্ট হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে। ইটিসি চালুর মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে দুই পারে মোট চারটি লেনে। অন্য ১১টি লেনে টোল আদায় হবে আগের মতো ম্যানুয়েল পদ্ধতিতে।

রেজিস্ট্রেশন ও রিচার্জ প্রক্রিয়া

ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে গাড়ির মালিককে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের TAP অ্যাপে গিয়ে ‘D-Toll’ অপশনের মাধ্যমে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত RFID বুথে প্রথমবারের মতো ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন শেষ করতে হবে। প্রক্রিয়া শেষ হলে গাড়িচালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। তখন স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেয়া হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

সেতু কর্তৃপক্ষ জানায়, বর্তমানে শুধুমাত্র TAP অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ও রিচার্জ করা যাবে। তবে ভবিষ্যতে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে।

২০২৩ সালের জুলাইয়ে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে ইটিসি চালু হয়। পরবর্তী তিন মাসের মধ্যে এটি উন্মুক্ত করার ঘোষণা থাকলেও অপেক্ষা করতে হলো দুই বছরের বেশি সময়।

পদ্মা সেতুর দায়িত্বে থাকা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ বলেন, ‘নন-স্টপ ইটিসি সোমবার দুপুর ২টা থেকে লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে। প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ দিন এই লাইভ পাইলটিং চলবে। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে স্থায়ীভাবে চালু করা হবে। আমরা একে ‘লাইভ পাইলটিং’ বললেও ব্যবহারকারীরা তাদের গাড়ি নিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় লেন ব্যবহার করে নন-স্টপ পারাপারের সুযোগ পাবেন। এর জন্য প্রথমে ‘ট্রাস্ট অ্যান্ড পে (TAP)’ অ্যাপ ডাউনলোড করতে হবে। ব্যাংকে একাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। অ্যাপে ক্রেডিট কার্ডসহ বিভিন্ন পদ্ধতিতে রিচার্জ করার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, ‘মাওয়া প্রান্তের ওয়েই-ইন-মোশনের পাশে অবস্থিত RFID বুথে একবার এসে চেক করতে হবে। যেহেতু সিস্টেমটি RFID-ভিত্তিক, তাই ট্যাগটি কার্যকর আছে কি না সেটি সেখানেই পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে ব্যবহারকারী সিস্টেমে যুক্ত হবেন এবং এরপর থেকে গাড়ি থামানো ছাড়াই সেতু পার হওয়া যাবে। যদি ট্যাগে কোনো সমস্যা পাওয়া যায়, তবে নিকটবর্তী বিআরটিএ অফিস থেকে ট্যাগ পরিবর্তনের পরামর্শ দেয়া হবে।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টা Nov 03, 2025
img
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ Nov 03, 2025
img
গোপনে মাস্ককে ২০০ কোটি ডলারের প্রতিরক্ষা প্রকল্প দিলেন ট্রাম্প Nov 03, 2025
img
আফগানিস্তানে ফের ভূমিকম্প Nov 03, 2025
হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণ/হত্যাকে সমর্থন করছে ভারত: এনসিপি Nov 03, 2025
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি Nov 03, 2025
বিএনপিকে নিয়ে যে মন্তব্য করলেন মাসুদ কামাল Nov 03, 2025
ড. মোহাম্মদ ইউনুস কে আদেশ জারি করতে হবে: হাসনাত। Nov 03, 2025
কেন সালমান শাহর মৃত্যুর তিন দিন পর আসেন ডন ? Nov 03, 2025
মায়ের আশীর্বাদ ছাড়া এই জায়গায় আসতে পারতাম না: কাজল Nov 03, 2025
এবার ১৯ বছরের ছোট, হীরা ব্যবসায়ীর প্রেমে মজলেন মালাইকা Nov 03, 2025
img
প্রবাসীদের ভোটাধিকার দেওয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ Nov 03, 2025
img
ট্রাম্পের সামরিক পদক্ষেপের জবাব দিলো নাইজেরিয়া Nov 03, 2025
img
যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায় : জাতিসংঘ মহাসচিব Nov 03, 2025
img
শীতের আগমন নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস Nov 03, 2025
img
আজ শোকাবহ জেলহত্যা দিবস Nov 03, 2025
img
১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ৩৯ বছর আদালতে হাজিরা! Nov 03, 2025
img
২০২৬ সালে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে Nov 03, 2025
img
নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব Nov 03, 2025
img
ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা Nov 03, 2025