টিকটক নিয়ে আলোচনা এখনও চলমান, ফলাফল নির্ভর করছে চীনের ওপর: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটক নিয়ে আলোচনা এখনও চলমান এবং যুক্তরাষ্ট্রে অ্যাপটির ভবিষ্যৎ অনেকটাই চীনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির বেডমিনস্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন, “তারা এখন টিকটক নিয়ে আলোচনা করছে। আমরা চাইলে এটাকে বন্ধ করে দিতে পারি, আবার চালিয়েও যেতে পারি… জানি না। এটা চীনের ওপর নির্ভর করছে। বিষয়টা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।”

তবে তিনি উল্লেখ করেন, শিশু-কিশোররা যেহেতু টিকটক পছন্দ করে তাই তাদের জন্য তিনি এটা চালু রাখতে চাইবেন।

নিজের রাজনৈতিক সুবিধার কথাও টেনে এনে ট্রাম্প বলেন, “স্বার্থপরভাবে বলতে গেলে, আমি টিকটকে ভালো করেছিলাম। তরুণদের ভোট পেয়েছি… কিছুটা এর কৃতিত্ব টিকটকের।”

ট্রাম্প প্রশাসন আগামী ১৭ সেপ্টেম্বরের ডেডলাইন চতুর্থবারের মতো বাড়ানোর কথা বিবেচনা করছে। ওই সময়ের মধ্যে চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের মার্কিন শাখা বিক্রি করতে হবে, নইলে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে।

সূত্রের বরাতে রয়টার্স বলছে, নতুন সময়সীমা নির্ধারণের পদক্ষেপের বিষয়ে দ্বিধায় আছে মার্কিন প্রশাসন, কারণ অ্যাপটি ১৭ কোটি মার্কিন নাগরিক ব্যবহার করেন। যদিও কংগ্রেস জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক বিক্রির ওপর জোর দিচ্ছে।

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে বেইজিংয়ের অনুমোদন, বিশেষ করে টিকটকের অ্যালগরিদম, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি তিনি জানান, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনাতেও (যেখানে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার যুক্ত আছেন) টিকটকের প্রসঙ্গ আসবে।

আমেরিকায় গত বছর থেকেই টিকটকের ওপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে এখনও দেশটিতে সচল আছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। কিন্তু দেশটিতে টিকটকের নিষেধাজ্ঞা ইস্যুর চূড়ান্ত সমাধান এখনও হয়নি।

বিষয়টির সুরাহা করতে ট্রাম্প প্রশাসনকে আলোচনার আহ্বান জানিয়েছে চীন। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী টিকটক সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করবে চীন। পাশাপাশি টিকটককে ঘিরে সৃষ্ট উদ্বেগ নিরসনে আমেরিকাকে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

ট্রাম্পের পূর্ববর্তী বাইডেন সরকার প্রণীত আইনে অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা এড়াতে বাইটড্যান্সকে টিকটকের আমেরিকার বিজনেসের নিয়ন্ত্রণমূলক মালিকানা ছেড়ে দিতে হবে আমেরিকান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় টিকটকের নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা পিছিয়ে দিয়েছেন।

গত জুনে ট্রাম্প জানিয়েছিলেন, টিকটক কিনতে আগ্রহী একদল ধনী ক্রেতা পাওয়া গেছে। তবে যেকোনো চুক্তির বাস্তবায়নে চীন সরকারের অনুমোদন প্রয়োজন হবে। অর্থাৎ, চীনের হস্তক্ষেপ ছাড়া অ্যাপটির নিষেধাজ্ঞা সমস্যার সমাধান হবে না।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
উগান্ডা থেকে নিউইয়র্কের মেয়র, কে এই মামদানি! Nov 05, 2025
img
রাশিয়া ইউরোপের কোনো দেশেই হামলা করবে না : আলবেনিয়ার প্রধানমন্ত্রী Nov 05, 2025
img
হাসিনার মন্ত্রীর বাড়িতে একটি করে হাড় কবর দিলেও ১০০ বাড়ি ফাঁকা : সারজিস Nov 05, 2025
img
হার্টের রিং আমদানি ও বিউটি পার্লারের স্থাপনা ভাড়ায় কর অব্যাহতি Nov 05, 2025
img
কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস Nov 05, 2025
img
নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি নির্বাচিত হওয়ায় সমর্থকদের উল্লাস Nov 05, 2025
img
বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে : প্রধান বিচারপতি Nov 05, 2025
img
দীপিকা আছে, তাই ভালবাসা তো থাকবেই : শাহরুখ খান Nov 05, 2025
img
নিউ জার্সির প্রথম নারী গভর্নর হিসেবে জয়ী হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী শেরিল Nov 05, 2025
img
আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই : জামায়াত আমির Nov 05, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ম্যাক্স ডাউম্যান Nov 05, 2025
img

চাঁদপুর-২ আসন

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল Nov 05, 2025
img
বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল Nov 05, 2025
img
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর Nov 05, 2025
img
কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে বাজিমাত করল 'মাঞ্জুম্মাল বয়েজ' Nov 05, 2025
img
রাশমিকা মান্দানার সাহসী পদক্ষেপ: ‘দ্য গার্লফ্রেন্ড' সিনেমায় পারিশ্রমিক ছাড়াই অভিনয় Nov 05, 2025
img
আলিয়া ভাটের নতুন স্পাই ছবি আলফা মুক্তি পাবে এপ্রিল ২০২৬-এ Nov 05, 2025
img
জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন Nov 05, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ Nov 05, 2025
img
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ! Nov 05, 2025