ভেনেজুয়েলার নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলেও দাবি করেন তিনি। এতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প এসব কথা জানান।

গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা।

ট্রাম্প জানান, মাদকবাহী নৌযানটিতে হামলায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। তবে নৌযানটিতে মাদক ছিল—এমন কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।

কর্মকর্তারা বলছেন, মাদকবিরোধী অভিযানের জন্য দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, এর আগে একটি হামলা চালানো হয় এবং তাতে ১১ জন নিহত হয়।

সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ সামরিক কমান্ডের (সাউথকম) আওতাধীন এলাকায় হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।’

তিনি আরও লিখেন, ‘এই মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং দেশের স্বার্থের জন্য হুমকি।’

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশে সাউথকমের মাধ্যমে কার্যক্রম চালায়।

নিজের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেছেন ট্রাম্প। ভিডিওটির ওপরের দিকে ‘অগোপনীয়’ (আনক্ল্যাসিফাইড) লেখা দেখা যাচ্ছিল। ভিডিওতে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়।

রয়টার্স একটি এআই সনাক্তকরণ সরঞ্জাম দিয়ে ভিডিওটি প্রাথমিকভাবে পরীক্ষা করে, কিন্তু ভিডিওটি আংশিকভাবে ঝাপসা ছিল, যার ফলে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে।

পরবর্তীতে ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, নৌকাগুলো মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর বলে প্রমাণ যুক্তরাষ্ট্র রেকর্ড করেছে।

এদিকে, সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী একটি নৌকায় প্রথম হামলার পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, যেখানে ১১ জন নিহত হন। তিনি বলেন, ওয়াশিংটনের শতভাগ বিশ্বস্ততা এবং নিশ্চিততা রয়েছে যে জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের সাথে জড়িত ছিল।

অন্যদিকে, ট্রাম্পের ভেনেজুয়েলার প্রতিপক্ষ নিকোলাস মাদুরো বলেছেন, কারাকাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে। আমেরিকার শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওকে মৃত্যু ও যুদ্ধের প্রভু বলে অভিহিত করেছেন তিনি। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
খাগড়াছড়িতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক পর্যটকের Oct 31, 2025
img
সিলেটের জালাল আহমেদ ও যীশুসহ ১০ ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারী পেলেন বিশেষ সম্মাননা Oct 31, 2025
img
তেল আবিবের সমুদ্র সৈকতে নেতানিয়াহুর ব্যঙ্গচিত্র Oct 31, 2025
img
প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হবে রাজকীয় প্রাসাদ Oct 31, 2025
img
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : অ্যাটর্নি জেনারেল Oct 31, 2025
img
শাপলার কলি দ্রতই শাপলা হয়ে ফুটবে : সারোয়ার তুষার Oct 31, 2025
img
ম্যাচ চলাকালীন স্ট্রেচারে মাঠ ছেড়েছে সোহান Oct 31, 2025
img
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দাপটে হোয়াইটওয়াশ বাংলাদেশ Oct 31, 2025
img
নিজের সব ছবি-পোস্ট মুছে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী Oct 31, 2025
img
ফ্যাসিবাদবিরোধী আসিফ মাহমুদও এখন ফ্যাসিস্ট-লুটপাটকারী : তারেক রহমান Oct 31, 2025
img
নারী বিশ্বকাপের ফাইনালের আম্পায়ারদের নাম প্রকাশ Oct 31, 2025
img
ডিসি-এসপি ভাগাভাগি চলছে: হাসনাত Oct 31, 2025
img
ভূতের লুকে ছেলেকে নিয়ে চমক দিলেন অভিনেত্রী শাবনূর Oct 31, 2025
img
দেশে ক্ষমতা যার হাতে থাকে, তাকেই মানুষ তোয়াজ করে : রনি Oct 31, 2025
img
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম Oct 31, 2025
img
জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো বাস্তবতা নেই: মুজিবুর রহমান Oct 31, 2025
img

আনোয়ারায় আলী আব্বাস

খালেদা জিয়াকে বাসভবন থেকে বের করে দিয়েছিল, আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছেন Oct 31, 2025
img
ভোট দিতে পারবেন প্রবাসী ও কারাগারের ভোটাররা : ইসি আনোয়ারুল Oct 31, 2025
img
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা Oct 31, 2025
img
যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সংখ্যা নির্ধারণ করে দিলেন ট্রাম্প Oct 31, 2025