চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবির নির্বাচন। ওই সময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এরই মাঝে গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এরপর জানা যায়, বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর।
আসন্ন নির্বাচন ঘিরে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নির্বাচন ঘিরে কোনো গ্রুপিং তিনি দেখছেন না। বুলবুল বলছিলেন, 'আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে তারা সবাই একসাথে নির্বাচন করবে। উৎসব হবে একসাথে। আমি ব্যাপারটা এর মধ্যে দেখছি আর কি।'
বুলবুল আরো বলেন, 'আমরা তো যেটা দেখছি যে পরিবেশটা এখনো তৈরি হচ্ছে। এখনো কাউন্সিলরশিপ আসছে। ১৮ তারিখের পরে তো পুরো ব্যাপারটা চলে যাবে নির্বাচন কমিশনারের হাতে। যে সদস্যরা আছে তাদের কাছে তো এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের অনেক কাজ চলছে। সেই সাথে নির্বাচনের কাজ চলছে। কাজ এখন মনোযোগ দিয়ে করছি যাতে সফল এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়।'
পরে এশিয়া কাপ নিয়ে বুলবুল বলেন, 'দুটো দুই ব্যাপার। কালকের (১৬ সেপ্টেম্বর) ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য। আমি বোর্ড সভাপতি হয়ে দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।'
ইএ/টিকে