ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে ইসলামি বিশ্ব: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত চলমান আরব-ইসলামি সম্মেলন প্রমাণ করেছে, ইসলামি বিশ্ব কাতারের পাশে অটলভাবে রয়েছে।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি দোহায় ওআইসি-আরব লীগ ব্যতিক্রমী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেন, তেল আবিব কর্তৃক হামাসের আলোচনা দলের ওপর কাতারে চালানো হামলা ‘ইসরায়েলের দস্যুতার নতুন মাত্রা।’

এরদোয়ান বলেন, ‘আমরা এমন এক সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি, যারা রক্ত ও বিশৃঙ্খলার ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং তা একটি রাষ্ট্রের রূপ ধারণ করেছে।’

তিনি বলেন, ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফিলিস্তিনে গণহত্যা ও হত্যাযজ্ঞ অব্যাহত রাখার পাশাপাশি গোটা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে, বিশেষ করে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে।

এরদোয়ান আরও বলেন, ইসলামী বিশ্বে ইসরায়েলের সম্প্রসারণবাদী স্বপ্ন রুখে দেওয়ার সক্ষমতা ও সামর্থ্য রয়েছে। আর এজন্য ইসরায়েলকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে হবে।

তিনি জানান, তুরস্ক ১৯৬৭ সালের সীমারেখা ভিত্তিক পূর্ণ আকারের ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। রাষ্ট্রটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

কাতারকে তুরস্কের ‘বন্ধুত্বপূর্ণ ও ভাইয়ের মতো মিত্র’ হিসেবে উল্লেখ করে এরদোয়ান বলেন, আঙ্কারা তার প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমাদের সহযোগিতা আরও জোরদার করতে হবে, যেন আগামী দশকে বিজয় অর্জন করতে পারি।’

এরদোয়ান আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সক্রিয় করে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার ওপর জোর দিয়ে বলেন, ‘এই সন্ত্রাসী মানসিকতা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক নিয়ম-কানুন উপেক্ষা করছে। এছাড়া তারা পার পেয়ে যাচ্ছে বলেই এসব অপরাধ করে চলেছে।’

তিনি আরও বলেন, কিছু ইসরায়েলি রাজনীতিক নির্লজ্জভাবে ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, যা আরও বিপজ্জনক।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার প্রতি সমর্থন জানিয়ে এরদোয়ান বলেন, অঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ওআইসি-সহ অন্যান্য ইসলামি সংগঠনের মাধ্যমে যৌথ পদক্ষেপ ও বাস্তবমুখী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।

শেষে তিনি বলেন, গণহত্যা, দেশান্তর ও বিভাজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আশা প্রকাশ করে তিনি বলেন, এই সম্মেলনের সিদ্ধান্তসমূহ ইসরায়েলি হুমকি মোকাবিলায় কার্যকর নতুন পদক্ষেপে রূপান্তরিত হবে এবং এর বাস্তবায়ন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা Sep 16, 2025
img
নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা Sep 16, 2025
img
আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা Sep 16, 2025
img
হ্যান্ডশেক বিতর্কে আইসিসির দ্বারস্থ পিসিবি, প্রতিক্রিয়া জানাল ভারত Sep 16, 2025
img
এনসিপির মতো নেপালের ছাত্ররা দল করতে যায়নি : রুমিন ফারহানা Sep 16, 2025
img
বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও Sep 16, 2025
img
মা-ছেলের খুনসুটি, ভিডিও করলেন শাকিব Sep 16, 2025
img
বড্ড ছোট বয়সে মা হয়েছি: শ্রাবন্তী Sep 16, 2025
img
তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন Sep 16, 2025
img
রাজনীতির সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে : রনি Sep 16, 2025
img
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা Sep 16, 2025
img
ছবি নিয়ে যারা কথা বলে তারা বস্তি : রুমিন ফারহানা Sep 16, 2025
img
১৮-১৯ সেপ্টেম্বর সকালের কর্মসূচি স্থগিত করল জামায়াত Sep 16, 2025
img
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২০০ কোটির নিচে Sep 16, 2025
img
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা Sep 16, 2025
img
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার Sep 16, 2025
img
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অব্যাহতি : ট্রাম্পের আদেশ বাতিল করলেন আদালত Sep 16, 2025
img
ভাঙ্গার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ডিআইজি রেজাউল করিম Sep 16, 2025
img

এশিয়া কাপ ২০২৫

বাংলাদেশের টিকে থাকার লড়াই আজ Sep 16, 2025
img
সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান Sep 16, 2025