পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি প্রশংসা করায় ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ হিসেবে অভিহিত করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাইজ্জু।
গত রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। তবে রাজনৈতিক কারণে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এ নিয়ে পাকিস্তানে ব্যাপক সমালোচনা চলছে।
এরমধ্যে সামা টিভির একটি অনুষ্ঠানে রাহুল গান্ধীর প্রসংশা করেন শহীদ আফ্রিদি। তিনি বলেন, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে রাহুলের ইতিবাচক মনোভাব রয়েছে। যিনি সবার সঙ্গে আলোচনা করতে আগ্রহী।
শহীদ আফ্রিদি প্রশংসা করার পরই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করতে থাকেন নরেন্দ্র মোদির বিজেপি সরকারের মন্ত্রী এমপিরা।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রাইজ্জু এক্সে রাহুলকে কটাক্ষ করে লিখেছেন, “রাহুল গান্ধী হলেন পাকিস্তানের ডার্লিং।”
বিজেপি নেতা অমিত মালভিয়া রাহুলের সমালোচনা করে বলেছেন, “ভারতকে যারা ঘৃণা করেন তাদের সবাই কেন রাহুল গান্ধীর মধ্যে বন্ধুত্ব খুঁজে পান। যখন ভারতের শত্রুরা আপনার প্রসংশা করে তখন ভারতীয় জনগণ জানে আপনার আনুগত্য ঠিক কোথায়।”
এদিকে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলায় মোদির বিজেপি সরকারের সমালোচনা করছিল বিরোধী দলগুলো। তারা অভিযোগ করছিল, অর্থের জন্য মোদি জাতীয় দলকে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমোদন দিয়েছে।
গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হন। এরপর মে মাসে পাকিস্তানে ভারত হামলা চালায়। জবাবে পাকিস্তানও ভারতে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ওই হামলা পাল্টা হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
সূত্র: দ্য উইক
এসএন