চাকসু নির্বাচনে ২৭ হাজার ভোটারের বিপরীতে প্রার্থী ১০৮৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ হয়েছে। তিন দিনে মোট ১০৮৮ মনোনয়ন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।


এর আগে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ শেষ হয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন বিতরণের কথা থাকলেও প্রার্থীদের উপচেপড়া ভিড়ের কারণে সময় বৃদ্ধি করা হয়।

চাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নের তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদে ৩৯১টি ও হল সংসদে ৫১৬টি মনোনয়ন বিক্রি হয়েছে। এর মধ্যে ছেলেদের হলে ৪৪১টি এবং মেয়েদের হলে ১৪৮টি। তিন দিনে কেন্দ্রীয় সংসদে মোট মোট ৪৭৪টি এবং হল সংসদে মোট ৬০০টি মনোনয়ন বিক্রি হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলে সর্বমোট ১০৮৮টি মনোনয়ন বিক্রি হয়েছে।

ছাত্রদল-ছাত্রশিবিরের মনোনয়ন সংগ্রহ: এদিকে দুপুর ২টার দিকে চাকসু নির্বাচন কার্যালয় থেকে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। তবে বুধবার প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে দুটি সংগঠনের নেতৃস্থানীয়রা।

ছাত্রদল নেতারা বলেছেন, প্যানেল বা জোটের বিষয়ে তারা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতারা বুধবার সবকিছু পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উভয় সংগঠনের নেতারা।

প্রীতিলতা হল সংসদে ছাত্রীসংস্থার ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ এদিকে প্রীতিলতা হল সংসদে ইসলামী ছাত্রীসংস্থার ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে সহসভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মিজবাউল জান্নাত তারিন, জিএস পদে আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফরিদা রিমা।

এছাড়া দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাবিহা, যোগাযোগ ও আবাসন পদে নাজমুন নাহার, সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরাসহ অন্যান্য পদে সংস্থার নেতৃবৃন্দ মনোনয়ন নিয়েছেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা যেরকম আশা করেছিলাম এর থেকে অনেক ভালো পরিমাণে সাড়া পেয়েছি শিক্ষার্থীদের থেকে। তাদের উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। তবে আমরা এখনো আশাবাদী, পুরো ক্যাম্পাসজুড়ে যে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি সেটি নির্বাচনের আগ পর্যন্ত বজায় থাকবে। আমরা আরও আশাবাদী যে, একটি স্বচ্ছ, নিরপেক্ষ শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন আমরা উপহার দিতে পারব।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২০২৫-এ সবচেয়ে বেশি ভারতীয় কর্মী ফেরত পাঠালো সৌদি আরব Dec 27, 2025
img
সংবাদ সম্মেলনে ‘কমিটির টিম’ বলায় অট্টহাসি শেখ মাহেদীর Dec 27, 2025
img
নতুন পথে পার্নো মিত্র, বদলালেন দল Dec 27, 2025
img
কুষ্টিয়ায় পিকআপচাপায় প্রাণ গেল ২ জনের Dec 27, 2025
img
নরসিংদীতে ট্রাকচাপায় নারী নিহত Dec 27, 2025
img
তারেক রহমানের আজকের কর্মসূচি Dec 27, 2025
img
জেনে নিন নিয়মিত ওটস খেলে কী ঘটে শরীরে? Dec 27, 2025
img
বিশ্বমঞ্চে কে-পপের দাপট, বিলবোর্ড চার্টে শীর্ষে সেভেনটিন Dec 27, 2025
img
হাটহাজারীতে যুবলীগ নেতা আটক Dec 27, 2025
img
নাভিতে তেল ব্যবহারে কী উপকার? Dec 27, 2025
img
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ Dec 27, 2025
img
তারেক রহমানের কাছে প্রত্যাশা রাখলেন ‘আলো আসবেই’ অভিনেত্রী জ্যোতি Dec 27, 2025
img
ব্রেকফাস্ট না করেই লাঞ্চ? জেনে নিন কী হতে পারে এই অভ্যাসে Dec 27, 2025
img
হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে শাহবাগে রাতভর অবস্থান Dec 27, 2025
img
আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক Dec 27, 2025
img
ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর, আহত ২৫ Dec 27, 2025
img
৫৮ কোটি টাকা লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু Dec 27, 2025
img
বড়দিনে কলকাতার সেলিব্রেশন মিস করছেন অমিতাভ বচ্চন Dec 27, 2025
img
শিলিগুড়ির দুই শতাধিক হোটেলে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা Dec 27, 2025
img
বিচ্ছেদের পরেও বড়দিনে একসঙ্গে দুই ছেলেকে নিয়ে কোথায় গেলেন সুদীপ-পৃথা? Dec 27, 2025