বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দূরত্ব ও বিরোধ বাড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি নিয়ে এই দূরত্ব বাড়ছে বলেও মন্তব্য তার।
সম্প্রতি ইউটিউব নিজের চ্যানেল এসব কথা বলেন মোস্তফা ফিরোজ।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি এবং আন্দোলন প্রশ্নে বিএনপির সঙ্গে জামায়াতের একটা দূরত্ব শুধু বাড়ছে না, বিরোধও বাড়ছে।
‘জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়?’—বিএনপি নেতা আমীর খসরু মাহমুদের এই বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আমীর খসরুর কথা বেশ শক্ত। তার মানে বোঝা যাচ্ছে, জামায়াত এই আন্দোলন যদি চালিয়ে যেতে থাকে তাহলে বিএনপির সঙ্গে এই দূরত্ব আরো বাড়বে। বিরোধের মাত্রাটাও আস্তে আস্তে তীব্র হতে থাকবে।’