দলীয় নির্দেশনা মানছেন না বিএনপি নেতা মিন্টু

শালিস বিচার, পাওনা আদায় ও জমি সংক্রান্ত বিরোধসহ অন্যান্য বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় নেতাদের সম্পৃক্ত না হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু দলীয় এ নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে খুলনার দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা, নগর ঘাট মার্কেট ও গোডাউনের মালিক ব্যবসায়ী খলিল মাদবরের সঙ্গে সেলিম রেজা ওরফে আবদার ও বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার মধ্যে ইটভাটা সংক্রান্ত একটি বিরোধ চলমান। সম্প্রতি দিঘলিয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) হেলালুজ্জামানের উপস্থিতিতে তারা বিষয়টি সুরাহা করতে বসেন। কিন্তু মিন্টু মোল্লা ব্যবসায়ী খলিলকে বিচার মানতে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে পড়ে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সামনে গালিগালাজ করতে থাকেন। পুলিশ কর্মকর্তা বিব্রত হয়ে উভয় পক্ষকেই অফিস কক্ষ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন।

এ বিষয়ে ব্যবসায়ী খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, আবদারের সঙ্গে আমি কয়েক বছর আগে ইটভাটার ব্যবসায় শুরু করি কিন্তু ভাটা আমার নামে। ব্যবসায়ে লোকসান হলে ঋণ করা টাকা পরিশোধ না করেই সে চলে যায়। পরে সব ঋণ আমি একাই পরিশোধ করি। কিন্তু ২০১৯ সালের দিকে আবদার নানা মিথ্যা অভিযোগসহ মালিকানা দাবি করে আদালতে মামলা করে। এক পর্যায়ে তদন্তভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। পাঁচ মাস তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দেয়। আদালত সব তথ্যপ্রমাণ যাচাই করে আমার পক্ষে রায় দেন। এরপর কিছুদিন আবদার চুপচাপ ছিল।

তিনি আরও বলেন, দুই বছর হয়েছে আমি আমার ভাটা হেদায়েত ও হায়দার মোড়লের কাছে লিজ দিই। হেদায়েতের কাছ থেকে ১০ লাখ টাকার ইট নেন বিএনপি নেতা মিন্টু মোল্লা। কিন্তু কোনো টাকা দেননি বরং আরও হুমকি-ধামকি দিয়ে তার ইট বিক্রিতে বাধা সৃষ্টি করেন। এ টাকা চাইলে হেদায়েতকে মারধর করে মিন্টু মোল্লার লোকজন। এরমধ্যে আমাকে জড়িয়ে আবদারকে দিয়ে থানায় অভিযোগ করান মিন্টু। আমি পুলিশের ডাকে থানায় যাই। দুই পক্ষের কথোপকথন হয়। কিন্তু আমার বিরুদ্ধে মিন্টু মোল্লা যেসব অভিযোগ করেন তা সঠিক নয় বলে আমি পুলিশকে জানাই। এরপরই মিন্টু মোল্লা আমার ওপর চড়াও হন। একপর্যায়ে আমাকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। আমাকে এখনো হুমকি দেওয়া হচ্ছে।
দলীয় নির্দেশনা মানছেন না বিএনপি নেতা মিন্টু

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তিও মিন্টু মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, মিন্টু মোল্লারা বিএনপির জন্য অভিশাপ। তিনি বিএনপির ক্ষমতা ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি ইত্যাদি অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগের বিষয়ে মিন্টু মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে কালবেলাকে তিনি বলেন, আমি ঠিকাদারিতে যুক্ত থাকার সুবাদে ভাটা চালু থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমি চুক্তিতে ইট কিনতাম। সেই চুক্তির মেয়াদও শেষে হয়েছে বহু আগেই। চুক্তিতে তাদের দুজনেরই মালিক হিসেবে স্বাক্ষর রয়েছে। এরপর ভাটাটিকে লিজ দেন খলিল। এটি সম্প্রতি অপর মালিক আবদার জানতে পেরে লিজের টাকা দাবি করেন। তবে আবদারকে মালিক হিসেবে স্বীকার করতে চাননি খলিল। এজন্য থানার শরণাপন্ন হয় আবদার। এ সময় আমার কাছে থাকা প্রমাণপত্র স্বরূপ চুক্তিনামাটি সাক্ষ্য হিসেবে প্রদর্শন করতে অনুরোধ জানায়। আমি প্রমাণপত্র দেওয়ায় খলিলের বিরুদ্ধে গেছে বিধায় সে মিথ্যা অভিযোগ করেছে।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন কালবেলাকে বলেন, ইটভাটার মালিকানা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা দুই পক্ষকে থানায় ডাকি। ওই সময় তারা কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। আমরা সঙ্গে সঙ্গে তা থামিয়ে দিয়ে আদালতের মাধ্যমে সমাধানের জন্য আহ্বান জানাই। পরে আদালত ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। আমরা দুই পক্ষকেই নোটিশ জারি করেছি।

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৩ বছরের বিরতির পর ফিরলো ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ Nov 08, 2025
img
হাসপাতালে কয়েক দিন পর্যবেক্ষণে থাকতে হবে ক্যাটরিনাকে Nov 08, 2025
নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি: আসিফ নজরুল Nov 08, 2025
img
আনুশকার ‘চাকদা এক্সপ্রেস’ মুক্তির জন্য জোর প্রচেষ্টা শুরু Nov 08, 2025
img
তুরস্কে সুগন্ধি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৬ জনের Nov 08, 2025
img
টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন অভিষেক শর্মা Nov 08, 2025
'দেশের জনগণের মালিকানার কথা বলে আমরা মালিক হয়ে যাচ্ছি' Nov 08, 2025
img
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ট‍্যারিফ কমিশনের আমদানির সুপারিশ Nov 08, 2025
img
বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাই বৈষম্যমূলক: অ্যাটর্নি জেনারেল Nov 08, 2025
‘২০২৪ সালেও সিপাহী-জনতার বিপ্লবের পুনরাবৃত্তি হয়েছে’ Nov 08, 2025
img
ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ বাকি আর দুদিন Nov 08, 2025
img
৪ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ Nov 08, 2025
img

ডা. শফিকুর রহমান

নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত Nov 08, 2025
img
১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন Nov 08, 2025
img
আজকাল মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়: রাবিনা Nov 08, 2025
img
আইটেম গান নিয়ে বিতর্কে আয়ুষ্মান ও রাশমিকার ‘থাম্মা’ Nov 08, 2025
img
১০ বলে দুর্দান্ত ফিফটি সামাদের, প্রোটিয়াদের উড়িয়ে দিল পাকিস্তান Nov 08, 2025
img
শুটিং ফ্লোরে ফেরার অপেক্ষায় জীতু Nov 08, 2025
img
মালাইকার বিরুদ্ধে অভিযোগ, বিপাকে হানি সিংও! Nov 08, 2025
img
শাকিব খানের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ Nov 08, 2025