৯ সংস্থার নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগের না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৯টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এই দাবি জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান এইচ টি ইমাম।

বাতিল দাবি করা সংস্থাগুলো হলো- ডেমোক্রেসি ওয়াচ, নবলোক, কোস্ট ট্রাস্ট, খান ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, লাইট হাউজ, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এবং নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি।

এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও অনুভূতিশীল ৯টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে। এসব সংস্থা মোট ১৪০টি সংসদীয় আসনে প্রায় ৬ হাজার ৫৮৫ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। এসব পর্যবেক্ষকদের মধ্যে প্রায় সবাই বিএনপি-জামায়াতের সক্রিয় কর্মী।

এইচ টি ইমাম আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটা করা হয়েছে। আমরা গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ অনুচ্ছেদের বিধানের আলোকে এই ৯ সংস্থার অনুমতি বাতিলের দাবি জানাচ্ছি।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ