ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছেন ম্যানচেস্টার সিটির রদ্রি। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যালন দ’র জয়ী এই মিডফিল্ডারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। আর্সেনালের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না কোচ পেপ গুয়ার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রোববার আর্সেনালের মুখোমুখি হবে সিটি।
চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার নাপোলিকে ২-০ গোলে হারানোর ম্যাচে সিটির শুরুর একাদশে ছিলেন রদ্রি। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। এক ঘণ্টা পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। নিজেই কোচকে বদলি নামানোর ইশারা দেন ২৯ বছর বয়সী স্প্যানিয়ার্ড। তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা উঁকি দিতে শুরু করে। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে সেই কালো মেঘ দূর করতে পারেননি গুয়ার্দিওলাও।
“আমি এখনও জানি না, তবে সে বুদ্ধিদীপ্ত কাজ করেছে (বৃহস্পতিবার নাপোলির বিপক্ষে ম্যাচে বদলির অনুরোধ করে)। এখন আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করব।” “(বুধবার) অনুশীলনে সে স্বাচ্ছন্দ্যবোধ করেনি, তবে বলেছিল, ‘না না, ঠিক হয়ে যাব।’ সে অসাধারণ খেলেছে। তবে সে খুবই কঠিন একটি চোট কাটিয়ে এসেছে, তাকে সতর্ক থাকতে হবে। সে কেমন অনুভব করে, সেটার ওপর নির্ভর করে রোববার আমরা সিদ্ধান্ত নেব।”
এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে যাওয়ায় গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। চোটের সঙ্গে লম্বা সময়ের লড়াই শেষে গত মে মাসে পেশাদার ফুটবলে ফেরেন তিনি। পরে ক্লাব বিশ্বকাপে কুঁচকিতে চোট পেয়ে আবার ছিটকে যান কিছুদিনের জন্য।
চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি লিগ ম্যাচ খেলেছেন রদ্রি। পুরো ম্যাচ মাঠে ছিলেন তিনি কেবল একটিতে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া লড়াইয়ে।
মৌসুমে এখন পর্যন্ত চারটি লিগ ম্যাচ খেলে দুটি করে জয়-পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে আছে সিটি।
এসএস/টিএ