ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সি বদলেছেন। ফিফার অনুমোদনে এখন থেকে তিনি ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন।
২৭ বছর বয়সী এই গোলরক্ষক জন্মেছেন মার্সেইয়ের উপকণ্ঠে এবং ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন। তবে বাবার শেকড়ের টানেই আলজেরিয়ার জার্সি গায়ে চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে বাছাই ম্যাচ জিতলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে আলজেরিয়া, সেক্ষেত্রে বাবার মতোই বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন লুকা।
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা এরই মধ্যে স্প্যানিশ ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলার পর রায়ো ভায়েকানোর জার্সিতেও লা লিগায় নেমেছেন তিনি। ২০২২ সালে এইবারে খেলার পর বর্তমানে স্পেনের দ্বিতীয় সারির দল গ্রানাডার গোলপোস্ট সামলাচ্ছেন।
জিনেদিন জিদানের বাবা–মা ছিলেন আলজেরিয়ার কাবাইলি অঞ্চলের বাসিন্দা। সেখান থেকেই আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা পেয়েছেন লুকা।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জিনেদিন জিদান ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন দুটি গোল। তবে ২০০৬ সালের ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে, যে ম্যাচটি পরে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স।
এবি/টিএ