লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান বিশ্লেষকরা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্পিন বিভাগে অন্যতম শক্তিশালী অস্ত্র শেখ মেহেদী হাসান। যদিও অলরাউন্ডার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা এই তারকার ব্যাটিংয়ে অফফর্ম নিয়ে সমালোচনা রয়েছে। ব্যাটারদের গতিবিধি বোঝা এবং স্টক ডেলিভারিতে দক্ষ মেহেদীর স্পিন অবশ্য কার্যকরী। আফগানিস্তান ম্যাচে তিনি টাইগারদের একাদশে ছিলেন না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একাদশে প্রয়োজন বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

আজ (শনিবার) লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ সুপার ফোরের লড়াই শুরু করবে। এই ম্যাচে টাইগারদের জন্য ভেন্যুও বদলে যাবে। গ্রুপপর্বে তারা তিনটি ম্যাচই খেলেছিল আবুধাবিতে। এখন সুপার ফোরের তিন ম্যাচই দুবাইতে। যেখানে আবুধাবির চেয়ে তুলনামূলক স্লো ও টার্নিং উইকেট হয়ে থাকে। ফলে খেলার ধরন এবং কৌশলে পরিবর্তন আনতে হবে লিটন দাসের দলকে। সবকিছু বিবেচনায় নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর আলোচকরা শেখ মেহেদীকে একাদশে রাখার যুক্তি দিয়েছেন।



হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মেহেদী। এরপর লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। আবুধাবির পিচ এবং একই প্রতিপক্ষ বিবেচনায় স্বভাবতই শেখ মেহেদীকে যে একাদশে ফেরাতে হবে সেই কথাই উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পূর্ববর্তী ক্রিইনফোর আলোচনায় সাবেক ভারতীয় তারকা ওয়াসিম জাফর বলেন, ‘বাংলাদেশ (আফগানিস্তানের বিপক্ষে) ভালো ম্যাচ খেলেছে। তবে তাদের পঞ্চম বোলারের সংকট আছে। যেখানে তানজিম সাকিব কিংবা মেহেদী হাসানকে খেলানো যায়। দুবাইয়ের উইকেট বিবেচনায় মেহেদীকে খেলাতে যেতে পারে বলে মনে করি।’

লঙ্কানদের ব্যাটিং লাইনআপে বাঁ-হাতি ব্যাটারের আধিক্য আছে। টপ ও মিডল অর্ডার মিলিয়ে একাদশে থাকতে পারেন ৪ বাঁ-হাতি ব্যাটার। সেই প্রসঙ্গ টেনে মেহেদীকে খেলানো এবং তার ব্যাটিং পজিশন নিয়ে ওয়াসিম জাফরের অভিমত, ‘মেহেদী ফিরলে ৭ নম্বরে খেলতে পারে। পাওয়ার প্লেতে বাঁ-হাতি ব্যাটারদের বিপক্ষে তার বোলিং কার্যকরী।’ তাওহীদ হৃদয়কে বাদ দেওয়ারও পরোক্ষ অনুরোধ তার, ‘হৃদয় ধারাবাহিক ছিল না। তবে জাকের-শামীম আছে। আমার মতে পঞ্চম বোলার খেলাতে গিয়ে ব্যাটার কমলেও, যারা আছে তারাই যথেষ্ট হবে।’ 

শেখ মেহেদীকে দলে নেওয়ার প্রসঙ্গে আরেক আলোচক ও সাবেক ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ বলছেন, ‘লঙ্কানদের ব্যাটিং লাইনআপে বাঁ-হাতি চারজন। ফলে মেহেদীকে আপনি নিতেই চাইবেন। তার ব্যাটিংয়ে সমস্যা আছে জানি, তবে ওপরে তো ছয় ব্যাটার আছে। এখন আপনার পাঁচ বোলার জরুরি।’

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ চারজন বোলার নিয়ে খেলেছিল। ফলে পঞ্চম বোলারের কাজটা সারতে হয় সাইফ হাসান ও শামীম পাটোয়ারীর মাধ্যমে। তবে তারা উভয়েই বেশ খরুচে ছিলেন। যদিও শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের কল্যাণে বোলার সংকটের বিষয়টি হারের কারণ হতে পারেনি বাংলাদেশের। ১৫৫ রানের লক্ষ্য দিয়ে তারা ৮ রানে জয় পায়।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত Sep 20, 2025
img
আ.লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান, তাদের না করব না : হুম্মাম কাদের Sep 20, 2025
কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগেই থাকবে ফেনীবাসী Sep 20, 2025
বিকাশ খুলতে গিয়ে অবৈধভাবে সিম হাতিয়ে নেওয়ার চেষ্টা Sep 20, 2025
img
খেলোয়াড়দের জন্য ব্যয় কমলো বার্সেলোনার, দ্বিগুণ খরচ রিয়ালের Sep 20, 2025
img
আইসিসির অভিযোগের পাল্টা জবাব দিল পাকিস্তান Sep 20, 2025
img
লিটন-হৃদয়কে সূর্যকুমারের মতো খেলার পরামর্শ দিলেন হার্শা ভোগলে Sep 20, 2025
img
মালয়ালমে নতুন চমক, প্রথমবার একই সিনেমায় টোভিনো থমাস ও নাজরিয়া নাজিম! Sep 20, 2025
img
‘শক্তি শালিনী’ তে মুখ্য চরিত্রে উঠতি তারকা অণিত পাড্ডা Sep 20, 2025
img
সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ Sep 20, 2025
img
পিআর মানে সবাই ভদ্র হয়ে যাবে এমন ভাবাটা অবাস্তব : জাহেদ উর রহমান Sep 20, 2025
img
বিশ্বকাপের টিকিটের জন্য প্রথম ধাপেই ৪৫ লাখ আবেদন Sep 20, 2025
img
ভারত হামলা করলে আমাদের পাশে থাকবে সৌদি : পাক প্রতিরক্ষামন্ত্রী Sep 20, 2025
img
শুধু কমেডি নয় 'জলি এলএলবি ৩' তুলে ধরে সাধারণ মানুষের সংগ্রামের চিত্র Sep 20, 2025
img
রাজনীতিতে নতুন বিপদের আলামত : গোলাম মাওলা রনি Sep 20, 2025
img
তরুণ বয়স থেকেই আমি অনুসন্ধানকারী: তামান্না ভাটিয়া Sep 20, 2025
img
গোলাম আযম যেমন স্বাধীনতা চায়নি জামায়াতও তেমনি নির্বাচন চায় না: ড. রেদোয়ান Sep 20, 2025
img
অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক ৬ Sep 20, 2025
img
৫ দিনে ব্লক মার্কেটে লেনদেন ১২৪ কোটি টাকা Sep 20, 2025
img
পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ৩৯ শতাংশ Sep 20, 2025