বরগুনায় ডেঙ্গুর প্রকোপ, একদিনে ৩ জনের প্রাণহানি

বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর জুলাই আগস্টের দিকে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা সকলেই বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বিষয়টি নিশ্চিত করেন।

মৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার আমড়াতলা নামক এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা নামক এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সিদ্দিক মোল্লা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে রাতেই বরিশালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। তবে স্বজনরা তাকে বরিশালে না নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখলে সকালে তার মৃত্যু হয়। অপরদিকে রাতে হাসান নামে আরেক রোগী ডেঙ্গু উপসর্গ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে রক্ত বমি শুরু হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন চিকিৎসক। পরে বরিশাল যাওয়ার পথেই মৃত্যু হয় হাসানের। এছাড়াও একইদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা নুরজাহান বেগম নামে আরও একজনের বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদের দুজনেরই ডেঙ্গু উপসর্গ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষার আগেই তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া তিনজনই গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে সিদ্দিক নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশালে রেফার্ড করা হলেও বরিশাল না নিয়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার প্রেশার একদমই কমে গিয়েছিল। অপর দুইজনের ডেঙ্গু উপসর্গ থাকলেও তাদের পরীক্ষার আগেই মৃত্যু হয়েছে। এ কারণে তাদের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, এ বছর বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৮৯ জন আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এদের মধ্যে শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৩ জন রোগী। বর্তমানে জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১৩৫ জন। তবে আক্রান্ত রোগীদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে জেলার আরও অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিসিবির নতুন নির্বাচক হলেন সালমা খাতুন Sep 20, 2025
img
আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না : মান্না Sep 20, 2025
img
যারাই সরকার গঠন করুক জুলাই আত্মত্যাগকে ধারণ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 20, 2025
img
বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হবে : যুক্তরাষ্ট্র Sep 20, 2025
img
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ দিকনির্দেশনা Sep 20, 2025
img
ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় প্রশাসনের জরুরি নির্দেশনা জারি Sep 20, 2025
"আমরা সেনাবাহিনী ও বসুন্ধরার চোখে চোখ রেখে কথা বলেছি" Sep 20, 2025
মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার Sep 20, 2025
img
ভারতে বসে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা : এ টি এম আজহারুল Sep 20, 2025
img
চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ফুটসালে বাংলাদেশের অভিষেক Sep 20, 2025
img
জামায়াতসহ কয়েকটি দল নির্বাচন নস্যাতের চেষ্টা করছে: প্রিন্স Sep 20, 2025
img
'খেতে যাওয়া’ বিতর্কে ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ Sep 20, 2025
img
জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা Sep 20, 2025
img
জেদ্দায় শুরু হতে যাচ্ছে ৫ম হজ সম্মেলন ও প্রদর্শনী Sep 20, 2025
img
বাগরাম বিমানঘাঁটি নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে: ট্রাম্প Sep 20, 2025
হাড় মেরামতের বিপ্লবী আঠা উদ্ভাবন করল চীন Sep 20, 2025
img

সাইবার হামলা

ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল Sep 20, 2025
img
ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না: সালাহউদ্দিন Sep 20, 2025
img
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ, একদিনে ৩ জনের প্রাণহানি Sep 20, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকা উঁচিয়ে ধরবো : এ্যানি Sep 20, 2025