সিলেটের সাদাপাথর এলাকায় জরুরি নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত পর্যটকবাহী নৌকা ছাড়া আর অন্য যে কোনো ধরনের নৌকা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বালু ও পাথর লুট ঠেকাতে মাইকিং করে এই নির্দেশনা জারি করেছে প্রশাসন।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতু থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত নদীপথে এখন থেকে শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের নতুন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, এই এলাকায় অন্য কোনো ধরনের নৌযান চলবে না। বালু ও পাথর লুট বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন বলেন, পর্যটনকেন্দ্র এলাকায় বালু ও পাথর লুটের ঘটনা বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরের পর ইতোমধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যারা বালু উত্তোলন কাজে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/টিএ