সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে মানুষের কোনো পরিচয় হতে পারে না, আমাদের বড় পরিচয় আমরা এ দেশের নাগরিক। অন্য কোনো পরিচয়ে পার্থক্য করা যাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন-ধর্ম যার যার, রাষ্ট্র সবার’।
সনাতন ধর্মাবলম্বীরা সংখালঘু নয়, তারা আমাদের প্রতিবেশী। আমরা সবাই বাংলাদেশি। সুতরাং পূজায় মন্ডপে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই।
স্পষ্টভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের পূজা পালন করতে পারবে।’
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক বিপ্লব চৌধুরীর সঞ্চালনায় ও চৌদ্দগ্রাম শাখার সভাপতি তাপস কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব বাবু সুভাষ বনিক, কুমিল্লা জেলা ডেপুটি কমান্ডার বাবু শৈলপতি চৌধুরী নন্দন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা বাবু নির্মল সাহা, বাবু অনিল বণিক দেবনাথ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ২২ পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
কেএন/টিকে