দীর্ঘ প্রতীক্ষার পর আসছে প্রেমের গল্পে মোড়ানো ছবি ‘গুস্তাখ ইশক’। আগামী ২১ নভেম্বর, ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। অভিনয়ে রয়েছেন বিজয় ভার্মা, ফাতিমা সানা শেখ এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
ভিভু পুরীর পরিচালনায় এবং স্টেজ৫ প্রোডাকশনের ব্যানারে মণীশ মালহোত্রা ও দিনেশ মালহোত্রার প্রযোজনায় নির্মিত এই ছবিটি একদিকে পুরনো দিনের আবেগকে ফিরিয়ে আনছে, অন্যদিকে আধুনিক কাহিনির ছোঁয়ায় রূপ নিচ্ছে এক অনন্য ভালোবাসার যাত্রায়।
ছবির প্রথম গান ‘উল জলুল ইশক’ ইতোমধ্যেই শ্রোতাদের মনে ঝড় তুলেছে। সুরকার বিশাল ভরদ্বাজ, গীতিকার গুলজার, সাউন্ড ডিজাইনে রেসুল পুকুট্টি এবং কণ্ঠে শিলপা রাও ও পাপনের মায়াবী পরিবেশনা-সব মিলিয়ে গানটি সিনেমার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
পুরানি দিল্লির গলি আর পাঞ্জাবের জীর্ণ কুঠিরের পটভূমিতে সাজানো হয়েছে এই প্রেমকাহিনি। প্রথম প্রেমের শিহরণ, আকুলতা আর চিরন্তন আবেগকে উদযাপন করতেই ‘গুস্তাখ ইশক’। শক্তিশালী অভিনয়শিল্পী আর মায়াবী সৃজনশীল টিমের কারণে ইতোমধ্যেই ছবিটি হয়ে উঠেছে ২০২৫ সালের সবচেয়ে প্রত্যাশিত রোমান্টিক সিনেমাগুলোর একটি।
টিকে/