বক্স অফিসে ঝড় তোলার পর এবার ডিজিটাল পর্দায় আসছে ডমিনিক আরুণের বহুল আলোচিত ছবি ‘লোকাহ চ্যাপ্টার ১’। ক্যাল্যাণী প্রিয়দর্শন অভিনীত এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ব্লকবাস্টারের মর্যাদা পেয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে শোনা যাচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
মোহনলালের বহুল প্রতীক্ষিত ‘এল টু এমপুরান’-এর কালেকশনের কাছাকাছি পৌঁছে গেছে ছবিটির আয়ের অঙ্ক। বিশেষ করে তামিল ও তেলেগু সংস্করণে ছবিটি আয় করেছে প্রায় ২০ থেকে ২২ কোটি টাকা। যদিও হিন্দি সংস্করণটি দুর্বল ডাবিংয়ের কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবুও সামগ্রিকভাবে ছবিটি দক্ষিণের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে।
নাসলিন, চন্দু সেলিমকুমার ও অরুণ কুরিয়ানের শক্তিশালী অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। ছবিতে টোভিনো থমাস ও দুলকার সালমানের বিশেষ উপস্থিতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সমালোচকদের মতে, গল্পের ভিন্নতা এবং অভিনয়ের উৎকর্ষই ছবিটিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।
প্রেক্ষাগৃহে সাফল্যের পর নেটফ্লিক্সে মুক্তির মাধ্যমে ছবিটি দেশ-বিদেশের আরও বড় দর্শকমহলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এভাবে দ্বিতীয় দফায় জনপ্রিয়তার জোয়ার তুলতে যাচ্ছে ‘লোকাহ চ্যাপ্টার ১’। ২০২৫ সালের অন্যতম আলোচিত মালয়ালম সিনেমা হিসেবে ছবিটি ইতোমধ্যেই সংস্কৃতি ও বিনোদনের অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছে।
টিকে/