ভারতীয় সিনেমায় নতুন অধ্যায় রচনার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় পরিচালক অ্যাটলি। তার বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন থ্রিলার ‘এএ২২এক্সএ৬’ ইতোমধ্যেই শুটিংয়ে বড় মাইলফলক অতিক্রম করেছে। সর্বশেষ মুম্বাইয়ে টানা ৫০ দিনের শিডিউল সম্পন্ন হয়েছে, যেখানে ধারণ করা হয়েছে একটি জমকালো নৃত্যগান ও ছবির গুরুত্বপূর্ণ সংলাপভিত্তিক দৃশ্য।
প্রথমবারের মতো একসঙ্গে ১৫ জন চিত্রনাট্যকারকে যুক্ত করেছেন অ্যাটলি, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নজিরবিহীন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, এই ছবিকে সর্বভারতীয় দর্শকের জন্য ভিন্নমাত্রায় উপস্থাপন করতে চাইছেন।
পরবর্তী শিডিউলের গন্তব্য আবুধাবি, যেখানে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে হবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাশমিকা মান্দানা, মৃণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর।
সান পিকচার্স প্রযোজিত এই মেগা বাজেট সিনেমার সংগীতে কাজ করছেন সাই অভ্যাঙ্কর। বিশাল প্রযোজনা ব্যয়, তারকাখচিত কাস্ট ও অ্যাটলির দুঃসাহসী ভিশনকে ঘিরে ইতোমধ্যেই ছবিটি দশকের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় ছবিতে পরিণত হয়েছে।
টিকে/