ব্লকবাস্টার সফলতা পাওয়া ‘মিরাই’ ছবির পর অভিনেতা তেজা সাজ্জা ঘোষণা দিলেন তার পরবর্তী বড় প্রকল্পের। এটি হবে তার কাল্ট হিট ছবি **‘জোম্বি রেড্ডি’**র সিক্যুয়েল। নতুন ছবির নাম রাখা হয়েছে ‘জোম্বি রেড্ডি ২’। আগামী জানুয়ারি ২০২৬-এ শুরু হবে শুটিং।
প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন প্রসান্ত বর্মা। তবে এবার সিক্যুয়েলের দায়িত্ব পেয়েছেন তার সহকারী পরিচালক, যিনি ফ্র্যাঞ্চাইজিটিতে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে। তেজা জানিয়েছেন, ‘মিরাই’র মতো ফ্যান্টাসি ঘরানার বদলে এবার মূল ফোকাস থাকবে কমেডিতে, যা দর্শকদের জন্য হয়ে উঠবে একেবারে ভিন্নধর্মী বিনোদন।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই ছবির জঁর মিশ্রণ। জোম্বি বিশৃঙ্খলার সঙ্গে এবার যোগ হচ্ছে ভিনগ্রহবাসীর আক্রমণ। ফলে দর্শকরা এক অনন্য সিনেমাটিক অভিজ্ঞতা পেতে চলেছেন।
যদিও এখনো অভিনয়শিল্পীদের নাম ঘোষণা হয়নি, তবু তেজা সাজ্জার ক্রমবর্ধমান জনপ্রিয়তা আর ছবির অভিনব কাহিনি ঘিরে ইতোমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে। ফলে ‘জোম্বি রেড্ডি ২’ হয়ে উঠছে ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা।
টিকে/