বলিউডের আলোচিত নাম শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পরিচালক হিসেবে তার প্রথম কাজই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ দ্য ব্যাডস অব বলিউড সাহসী ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির কারণে যেমন নজর কাড়ছে, তেমনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে একটি বিশেষ দৃশ্য।
সিরিজে পারভেজ চরিত্রে অভিনয় করেছেন রাঘব জুয়াল। বলিউডের হিট গান কহো না কহো গেয়ে তিনি মেতে ওঠেন এক অভিনব শ্রদ্ধার্ঘ্যে। গায়ে থাকে ইমরান হাশমির ছবি আঁকা টি-শার্ট, মুখে সংলাপ— “আগেও বলেছি, এখনো বলছি, মরার দিন পর্যন্ত বলে যাবো। সারা বলিউড একপাশে আর ইমরান হাশমি একপাশে!” মুহূর্তেই এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দর্শকরা যেমন হেসে লুটোপুটি খেয়েছেন, তেমনি স্বয়ং ইমরান হাশমিও প্রশংসা করেছেন এ অভিনব শ্রদ্ধা নিবেদনের।
এমন উচ্ছ্বাসে সিরিজটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ববি দেওল, লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা ও মোনা সিংসহ বড় তারকাদের সমন্বয়ে নির্মিত এই প্রজেক্টে চমক হিসেবে হাজির হয়েছেন আমির খান, সালমান খান, রণবীর সিং এবং করণ জোহরের মতো নামী মুখ। ফলে দ্য ব্যাডস অব বলিউড ইতোমধ্যেই ২০২৫ সালের অন্যতম সাহসী ও আলোচিত নেটফ্লিক্স প্রযোজনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এমকে/টিকে