বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বক্তব্যগুলো শেয়ার করেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ডিএনএতে গণতন্ত্র নেই।
জন্মলগ্ন থেকে তারা কখনোই বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি, বরং যাদের স্বার্থে কাজ করেছে আজ তাদেরই আশ্রয়ে রয়েছে।
তার মন্তব্য, যেখানে তাদের উৎপত্তি, বিনাশও সেখানেই হবে বলে আশা করা যায়।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ইস্যু টেনে জনগণকে বিভক্ত করা একটি ভুল কৌশল। বিএনপি এ ধরনের রাজনীতি সমর্থন করে না। তার ভাষায়, স্বাধীনতার ৫৪ বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না।
এমআর/এসএন