গুজরাটের ভাবনগরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্ব মঞ্চে ভারতের কোনো বড় প্রতিপক্ষ নেই। বরং, বিদেশি দেশগুলোর ওপর ভারতের নির্ভরতাকে তিনি দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। খবর এনডিটিভির।
মোদি বলেন, আত্মনির্ভরতা কেবল একটি অর্থনৈতিক লক্ষ্য নয়, এটি জাতীয় গর্ব, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তিনি বলেন, বিশ্বে আমাদের কোনো বড় শত্রু নেই। যদি আমাদের কোনো শত্রু থাকে, তবে তা হলো অন্যান্য দেশের ওপর আমাদের নির্ভরতা। এটি আমাদের সবচেয়ে বড় শত্রু এবং এক সঙ্গে ভারতের এই শত্রুকে পরাজিত করতে হবে।’
মোদি আরও বলেন, বিদেশি নির্ভরতা যত বেশি হবে, দেশের ব্যর্থতাও তত বাড়বে।
প্রধানমন্ত্রী মোদি স্বাধীনতার পর ভারতের শিল্প ও বাণিজ্য সম্ভাবনাকে অবহেলা করার জন্য কংগ্রেস সরকারগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ‘লাইসেন্স-কোটা রাজ’ ভারতকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এরপর যখন বিশ্বায়নের যুগ আসে, তখন আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতাকে বেছে নেওয়া হয়, যা দেশের যুব সমাজের ব্যাপক ক্ষতি করেছে ও ভারতের প্রকৃত শক্তি প্রকাশে বাধা দিয়েছে।
এমআর/এসএন