প্রায় চার যুগ (৫৮ বছর) পর জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দিতে চলেছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
রোববার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতির বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট শারা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে।
সেই শারা এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
এমআর/এসএন