সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ১৫ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদরের ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিলে ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু সালেকের নেতৃত্বে তারা জামায়াতে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- মো. আবুল কালাম, মো. আব্দুস সবুর, মো. হানিফ হোসেন, মো. নূর ইসলাম, মো. উজ্জ্বল হোসেন, মো. সেলিম হোসেন, মো. ইব্রাহিম (বাবু), মো. ইনামুল হক, মো. আব্দুল কালাম, মো. আবু সালেক, মো. হযরত আলী, মো. কুরবান আলী, মো. মোতালেব, মো. রুহুল কুদ্দুস ও মো. আফজাল হোসেন।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী আবু সালেক জানান, তারা ইসলামী আদর্শ ও নীতি মেনে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন।
সিরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক একই সাথে তিনি সাতক্ষীরা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে যোগদানকৃত নেতাকর্মীরা ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবি/এসএন