তীব্র বিরোধের পর অবশেষে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা ও কোটিপতি ইলন মাস্ক। ডানপন্থী কর্মী চার্লি কার্কের স্মরণসভায় এ ঘটনা ঘটায় জল্পনা শুরু হয়েছে যে দুইজনের সম্পর্ক আবারও মেরামতের পথে কিনা।
দ্য গার্ডিয়ানে খবরে বলা হয়, অ্যারিজোনার একটি স্টেডিয়ামে আয়োজিত কার্কের স্মরণসভা অনুষ্ঠানে ট্রাম্প মাস্কের সঙ্গে হাত মেলান ও কিছুক্ষণ আলাপ করেন। সেখানে হাজার হাজার মানুষ চার্লি কার্ককে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন।
কার্ককে ১০ সেপ্টেম্বর উটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয়।
মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ২৭০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ দান করেছিলেন এবং রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচনের পর তিনি ট্রাম্পের নেতৃত্বে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি- এর দায়িত্বে ছিলেন। এই বিতর্কিত সংস্থা মার্কিন ফেডারেল কর্মীবাহিনী ও এজেন্সিগুলোর হাজারো পদ বিলুপ্ত করে, যেগুলোকে অপচয়, জালিয়াতি ও দুর্নীতির অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
তবে হোয়াইট হাউসের বড় কর ও ব্যয় বিলকে “পুরোপুরি পাগলামি ও ধ্বংসাত্মক” আখ্যা দিয়ে মাস্ক ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর সামাজিক মাধ্যমে প্রকাশ্য বিবাদে মাস্ক অভিযোগ তোলেন যে ট্রাম্পের নাম “এপস্টেইন ফাইলসে” রয়েছে, যা দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত নথি। এমনকি জুলাই মাসে ট্রাম্প মন্তব্য করেন যে মাস্ককে বহিষ্কারের বিষয়টি তিনি বিবেচনা করবেন।
বিরোধ চরমে ওঠার পর মাস্ক ঘোষণা করেন, তিনি নিজের একটি নতুন রাজনৈতিক দল “আমেরিকা ফার্স্ট” পার্টি চালু করবেন, যদিও এখনো বাস্তবে তেমন কিছু দেখা যায়নি।
স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে বসা একটি ছবি মাস্ক তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন: “ফর চার্লি।”
তবে রবিবারের এ সাক্ষাৎ দুইজনের মধ্যে বিভেদের পর প্রথম সাক্ষাৎ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এমআর/এসএন