৫৪ বছরে যে নির্বাচন শান্তি দিতে পারেনি, সেই পথেই দেশ: ছাত্রশিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যে নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, দেশ আবারও তেমন একটি নির্বাচনের দিকেই এগোচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খুলনা সরকারি বিএল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আগামীর বিশ্ব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। সুতরাং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে এখন থেকেই প্রচেষ্টা চালাতে হবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও বিভিন্ন দেশের ভাষা শেখার মাধ্যমেই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের জায়গা তৈরি করা সম্ভব।’

ছাত্রশিবির সেক্রেটারি অভিযোগ করেন, ২০০৮ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষাব্যবস্থা শুধু বেকার তৈরি করেছে। বৈষম্যের বিরুদ্ধে চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছিল, যার মধ্যদিয়েই একটি অনিবার্য বিপ্লব সাধিত হয়েছে। সাদ্দাম আরো বলেন, ‘১৯৭১ সালে যে ব্যক্তি একদিনও মুক্তিযুদ্ধে অংশ নেননি, তিনি স্বাধীনতার পর রাষ্ট্রপ্রধান হয়ে যান। মাত্র তিন বছরের মাথায় বাকশাল কায়েম করে দেশকে এক অনিবার্য দুর্ঘটনার দিকে ঠেলে দেন। এরপর সেনা শাসন, স্বৈরশাসন, কিছুদিনের জন্য গণতন্ত্র প্রত্যাবর্তন, পরবর্তীতে ফ্যাসিবাদের উত্থান—এই রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যদিয়েই দেশের তরুণ সমাজ রাজপথে নেমে আসে।’

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদ বিদায়ের আন্দোলনে শুধু দেশের ছাত্র-জনতাই নয়, প্রবাসী ১ কোটি ৫৫ লাখ রেমিট্যান্স যোদ্ধাও ভূমিকা রেখেছিল। চব্বিশের জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে নতুনভাবে গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির বিএল কলেজ শাখার সভাপতি হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, নগর সভাপতি আরাফাত হোসেন মিলন, জামায়াতে ইসলামী মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, বিএল কলেজের ভিপি অ্যাড. শেখ জাকিরুল ইসলাম, নগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, মোকারম বিল্লাহ আনসারী ও মোশারফ আনসারি।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবির সেক্রেটারি রাকিব হাসান, বিএল কলেজ শিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী ও আশরাফ হোসেন, কলেজ শাখার সেক্রেটারি হোসাইন আহমেদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, আবুল কাশেম, আবির হোসেন, ইয়াছিন আরাফাত, ইসরাফিল হোসাইন এবং প্রচার সম্পাদক বেলাল হোসাইন।

অনুষ্ঠানে বিএল কলেজের অধ্যক্ষ সেখ হুমায়ুন কবির, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক হাবিবুর রহমান ও অধ্যাপক হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটি/টিএ





Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা মানে শুধু প্রয়োজন নয়, সম্মানও -ক্যাটরিনা কাইফ Nov 07, 2025
img
ঝড় তুলল মাইকেল’র টিজার, ভাতিজার অভিনয়ে কিংবদন্তির পুনর্জন্ম Nov 07, 2025
img
শাহজালাল বিমানবন্দরে ১৫টি মোবাইলসহ আনসার সদস্য আটক Nov 07, 2025
img
ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, আসছেন কাফু Nov 07, 2025
img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025