চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেছেন, প্রকল্পের ফাইল দেখলেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাসায় নিয়ে যান। পরে সেই ফাইল গায়েব হয়ে যায়।
এ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নিশ্চয়ই এ বিষয়ে ব্যাখ্যা দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নতুবা এখানে গুরুতর ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে।
মোস্তফা ফিরোজ বলেন, চট্টগ্রামের মেয়র একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। তিনি (মেয়র) বলছেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা। তিনি তথ্য প্রমাণ দিয়ে বলছেন- চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার লক্ষ্যে ময়লা-আবর্জনা সংগ্রহের গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানোর পর এখনো কোন ফলাফল পাওয়া যায়নি। তিনটা প্রকল্প এখনও স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে আছে।
উপদেষ্টা যখন কোন প্রকল্পের ফাইল দেখেন সেটা মন্ত্রণালয়ে রাখেন না, বাসায় নিয়ে যান। ফাইল আছে সবই আছে। খুব চমৎকারভাবে উনারা বাসায় নিয়ে যান। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়।
মোস্তফা ফিরোজ বলেন, গুরুতর অভিযোগ, নিশ্চয়ই এ ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাখ্যা দিবেন, নতুবা এখানে গুরুতর ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে।
কেএন/এসএন